১৭ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
ফেসবুক ট্রাকিং(অনুসরণ) বর্তমানে একটি "Open Secret" বিষয়। আমাদের অনলাইন অ্যাক্টিভিটি অনুসরণ করে এবং পরবর্তীতে তা ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।তবে খুব সহজ উপায়ে একজন গ্ৰাহক ফেসবুকের এই অনুসরণ বন্ধ বা নিয়ন্ত্রণ করতে পারবেন।
ফেসবুক ট্রাকিং(অনুসরণ) বর্তমানে একটি "Open Secret" বিষয়। আমাদের অনলাইন অ্যাক্টিভিটি অনুসরণ করে এবং পরবর্তীতে তা ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়। তবে ফেসবুকের এই অনুসরণ প্রক্রিয়ার জন্য ফেসবুক তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে থাকে। এর ফলে অনেকসময় ব্যবহারকারীদের মূল্যবান গোপন তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
তবে খুব সহজ উপায়ে একজন গ্ৰাহক ফেসবুকের এই অনুসরণ বন্ধ বা নিয়ন্ত্রণ করতে পারবেন।
যে টুল ব্যবহার করে একজন গ্ৰাহক এই কাজটি করতে পারবেন তার নাম ফেসবুক অ্যাক্টিভিটি টুল। এটি ফেসবুকের বিল্ড ইন একটি ফিচার।
এই ফিচারের সাহায্যে আপনি আপনার ডেটা শেয়ার করা অ্যাপ এবং ওয়েবসাইটগুলির হিস্ট্রি মুছে ফেলতে পারবেন এছাড়া আপনি ফেসবুকের "ফিউচার অফ অ্যাক্টিভিটি" অপশন বন্ধ করে রাখতে পারবেন। এতে করে ফেসবুক আপনার অ্যাকাউন্ট থেকে কোন কোম্পানির সাথে শেয়ার করা ডাটা মুছে ফেলতে বাধ্য হবে। অথবা একই অপশন ব্যবহার করে আপনি নির্দিষ্ট করতে পারবেন কোন প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের বিজ্ঞাপন আপনি দেখতে চান, কোনটি দেখতে চান না।
এরপর আছে ফেসবুকের "বিজনেস টুল"। এই টুল ব্যবহার করে আপনি দেখতে পারবেন যেসব ওয়েবসাইটে আপনি ভিজিট করছেন তারা কোন ধরনের তথ্য ফেসবুকের কাছে পাঠাচ্ছে। এই টুল থেকে আপনার ব্যাপারে ফেসবুকের কাছে পাঠানো যে কোন তথ্য আপনি মুছে ফেলতে পারবেন। পাশাপাশি আপনি ভবিষ্যত "off Facebook activity" ফিচার ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। ফলে ফেসবুক আপনাকে আর অন্য ওয়েবসাইটে অনুসরণ করতে পারবে না।
ফেসবুক অ্যাক্টিভিটি টুল ব্যবহারের নিয়ম
প্রথমে আপনার ফেসবুকের "settings and privacy" অপশনে যেতে হবে। অতঃপর "settings " অপশনে প্রবেশ করতে হবে। তারপর `Your Facebook Information’ এ ক্লিক করতে হবে। এখানে পাবেন "Off-Facebook Activity"। এই অপশন থেকে ফিচারটি কাস্টমাইজ বা বন্ধ করে দিতে হবে। "Off-Facebook Activity" তে প্রবেশ করলে আপনি জানতে পারবেন "Off-Facebook Activity" আসলে কি? এছাড়া এখানে ‘ Recent Activity’ এবং `Clear Previous Activity’ এই দুটি অপশন থেকে আপনি আপনার অ্যাকাউন্টের সকল হিস্ট্রি দেখতে পারবেন, মুছে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে কোন ওয়েবসাইটে আপনার অ্যাক্টিভিটি ফেসবুকের সাথে শেয়ার বন্ধে ব্যবস্থা নিতে পারবেন। এর ফলে টার্গেটেড বিজ্ঞাপন, অনুসরণ এবং তথ্য চুরির মত সমস্যা থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...