রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


টিপস

লিংকডইনে কিভাবে জীবনবৃত্তান্ত যোগ করবেন!

প্রকাশ: ১৯ জুন ২০২২, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। সামাজিক যোগাযোগ ছাড়াও চাকরির বিজ্ঞাপণও দেয়া থাকে এখানে। তাই অনেকেই নিজেদের লিংকডইন প্রোফাইলে দক্ষতা ও অভিজ্ঞতার তথ্যসহ জীবনবৃত্তান্ত যুক্ত করেন।

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। সামাজিক যোগাযোগ ছাড়াও চাকরির বিজ্ঞাপণও দেয়া থাকে এখানে। তাই অনেকেই নিজেদের লিংকডইন প্রোফাইলে দক্ষতা ও অভিজ্ঞতার তথ্যসহ জীবনবৃত্তান্ত যুক্ত করেন। লিংকডইনে জীবনবৃত্তান্ত যুক্তের পদ্ধতি জেনে নেওয়া যাক: 

লিংকডইন প্রোফাইলে জীবনবৃত্তান্ত যুক্ত করার জন্য প্রথমেই প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এবার প্রোফাইল এডিটিং অপশনের অ্যাড প্রোফাইল সেকশন থেকে ‘মোর’ আইকনে ক্লিক করতে হবে। এরপর ‘বিল্ড এ রিজিউম’ লেখা অংশে ক্লিক করে কম্পিউটারের যে ড্রাইভে জীবনবৃত্তান্ত রয়েছে, তা নির্দিষ্ট করে আপলোড অপশনে ক্লিক করতে হবে।

লিংকডইনে জমা রাখা জীবনবৃত্তান্ত যেকোনো সময় সম্পাদনাও করা যায়। প্রয়োজনে সিভি ডাউনলোড করা যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৪৬ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪