বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

বাজারে রেডমি বাডস সিক্স লাইট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:০৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

রেডমি হলো শাওমির সাব-ব্র্যান্ড। টিডব্লিউএসটিতে থাকছে ৪০ ডেসিবল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সুবিধা। পাশাপাশি কথা বলার জন্য থাকছে ১২ দশমিক ৪ মিলিমিটারের টাইটানিয়াম ড্রাইভার ও দুটি মাইক।

চীনা ব্র্যান্ড শাওমি বিশ্বের নির্দিষ্ট কিছু বাজারে রেডমি বাডস সিক্স লাইট উন্মোচন করেছে, যা কোম্পানিটির বাজেট ফ্রেন্ডলি ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) সিরিজের সর্বশেষ সংযোজন।

রেডমি হলো শাওমির সাব-ব্র্যান্ড। টিডব্লিউএসটিতে থাকছে ৪০ ডেসিবল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সুবিধা। পাশাপাশি কথা বলার জন্য থাকছে ১২ দশমিক ৪ মিলিমিটারের টাইটানিয়াম ড্রাইভার ও দুটি মাইক।

কেসসহ ব্যাটারি ব্যাকআপ থাকছে ৩৮ ঘণ্টার প্লে-টাইম। একবার চার্জে ইয়ারবাডস থেকে ৭ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে বলে কোম্পানিটি দাবি করেছে। কারণ বাডসে ৪৫ এমএএইচ ও কেসে ৪৮০ এমএএইচের ব্যাটারি দেয়া হয়েছে।

রেডমি বাডস সিক্স লাইট ইন-ইয়ার ডিজাইনে তৈরি করা হয়েছে। এর সঙ্গে থাকছে পরিবর্তনযোগ্য সিলিকনের টিপ। এতে দীর্ঘ সময় ব্যবহার করলেও আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাবে। প্রতিটি ইয়ারবাডের ওজন ৪ দশমিক ২ গ্রাম এবং কেসসহ ওজন ৪৭ গ্রাম।

ভিন্ন সাউন্ড অভিজ্ঞতার জন্য থাকছে চারটি প্রিসেট। তবে অ্যাপ ব্যবহার করে ইকুয়ালাইজারসহ অন্যান্য ফিচার পরিবর্তন করা যাবে।

রেডমি বাডস সিক্স লাইট ন্যূনতম ব্লুটুথ ৫ দশমিক ৩ সমর্থন করে। যুক্তরাজ্যের বাজারে টিডব্লিউএসটির ১৪ দশমিক ৯৯ পাউন্ড এবং পাওয়া যাচ্ছে সাদা, কালো ও নীল রঙে। সূত্র: গিজমোচায়না।

সংবাদটি পঠিত হয়েছে: ১২৪ বার

এ সম্পর্কিত আরও খবর