রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


অটোমোবাইল

বিশ্ববাজারে এলো ডুকাতি এক্সডিয়াভেল ভার্সন ফোর

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:২৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অনুমান করা হচ্ছে, এটি স্ট্যান্ডার্ড ডিয়াভেল ভার্সন ফোরের তুলনায় কিছু অতিরিক্ত ফিচার ও ডিজাইন পরিবর্তন নিয়ে আসবে এবং দামও কিছুটা বেশি হতে পারে।

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি হায়ার সিসির শক্তিশালী ইঞ্জিনের মোটরসাইকেল আনছে। যার মডেল ডুকাতি এক্সডিয়াভেল ভার্সন ফোর। ইতালির জনপ্রিয় এই টু হুইলার ব্র্যান্ড ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন বাইকের ছবি প্রকাশ করেছে।

১৩ ফেব্রুয়ারি বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে এই নতুন ক্রুজার বাইক। অনুমান করা হচ্ছে, এটি স্ট্যান্ডার্ড ডিয়াভেল ভার্সন ফোরের তুলনায় কিছু অতিরিক্ত ফিচার ও ডিজাইন পরিবর্তন নিয়ে আসবে এবং দামও কিছুটা বেশি হতে পারে।

নতুন ডুকাতি এক্সডিয়াভেল ভার্সন ফোরে  থাকবে ১১৫৮ সিসি ভি৪ ইঞ্জিন, যা ১৬৮ বিএইটপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। এটি স্ট্যান্ডার্ড ডিয়াভেল ভার্সন ফোরের সমান শক্তিশালী, তবে টর্ক আউটপুট আগের মডেলের তুলনায় ভিন্ন হতে পারে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। বাইকটিতে থাকবে ছয়নগতির গিয়ারবক্স, যার সঙ্গে যুক্ত থাকতে পারে বাই-ডাইরেকশনাল কুইকশিফটার।

প্রত্যাশা করা হচ্ছে, আগের প্রজন্মের ডিয়াভেলের মতো নতুন এক্স ডিয়াভেল ভার্সন ফোরেও বেশ কিছু ডিজাইন পরিবর্তন আনা হবে। এটি নতুন ডিজাইনের অ্যালয় হুইল পেতে পারে, যা স্ট্যান্ডার্ড মডেলের থেকে আলাদা হবে। সেই সঙ্গে নতুন রঙের স্কিম যুক্ত করা হতে পারে, যা বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

ফিচারের দিক থেকে, ডুকাটি এই বাইকটিকে নতুন ও আধুনিক প্রযুক্তিতে সাজানোর পরিকল্পনা করেছে। এতে থাকতে পারে ভিন্ন রাইড মোডস, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি, কর্নারিং এবিএস, হুইলি কন্ট্রোল, পাওয়ার লঞ্চ ফিচার এবং ফুল-ডিজিটাল টিএফটি ডিসপ্লে। এই অত্যাধুনিক ফিচারগুলোর মাধ্যমে এক্সডিয়াভেল ফোরভি আধুনিক স্পোর্টস ক্রুজার বাইকের মানদণ্ড আরও উঁচুতে নিয়ে যাবে।

নতুন ডুকাতি এক্সডিয়াভেল ফোরভি বাইকে থাকতে পারে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ইউএসডি ফ্রন্ট ফর্কস এবং মনোশক সাসপেনশন, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। ব্রেকিং সিস্টেমেও থাকবে উন্নত প্রযুক্তি, যেখানে সামনে দুটি ডিস্ক ব্রেক এবং পেছনে একটি ডিস্ক ব্রেক থাকবে, যা ১৭ ইঞ্চির অ্যালয় হুইলে লাগানো থাকবে।

সংবাদটি পঠিত হয়েছে: ১০৩ বার