ছবি: সংগৃহীত
একবার চার্জে এর ব্যাটারি ৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো পেমেন্ট কিউআর, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, বিল্ট- ইন গেম, ডিএনডি মোড, ফাইন্ড মাই ফোন ইত্যাদি।
বোট আল্টিমা সিলেক্ট নামের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে ভারতের স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী সংস্থা বোট। স্টাইলিশ ডিজাইনের এই ওয়্যারেবলটি অপেক্ষাকৃত বড় ডিসপ্লে এবং একাধিক হেলথ ফিচারসহ এসেছে। এছাড়া স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং সাপোর্ট করবে।
নতুন বোট আল্টিমা সিলেক্ট স্মার্টওয়াচটি বর্গাকার ডায়াল এবং কার্ভড এজসহ এসেছে। এছাড়া এর ডান ধারে রয়েছে একটি রোটেটিং ক্রাউন। আবার ডিভাইসটির বডি মেটালের তৈরি হওয়ায় এটি প্রিমিয়াম লুক অফার করবে। পাশাপাশি এতে দেওয়া হয়েছে ২.০১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৪১০x৫০২ পিক্সেল এবং এটি সর্বোচ্চ ১০০০ নিট উজ্জ্বলতা দেবে। ঘড়িটির ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে মোড এবং ওয়েক জেসচার সাপোর্ট করবে।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট মনিটর, এসপিও২ সেন্সর, স্লিপ ট্র্যাকার ও স্ট্রেস মনিটর। এমনকি এটি ব্রিদিং সেশনও গাইড করতে পারবে। উপরন্তু ঘড়িটিতে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা পাওয়া যাবে। এর সাথে রয়েছে সিডেন্টারি অ্যালার্ট। শুধু তাই নয়, ব্লুটুথ কলিংয়ের জন্য এতে থাকছে বিল্ট-ইন মাইক।
একবার চার্জে এর ব্যাটারি ৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো পেমেন্ট কিউআর, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, বিল্ট- ইন গেম, ডিএনডি মোড, ফাইন্ড মাই ফোন ইত্যাদি।
ভারতের বাজারে স্মার্টওয়াচটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৯ রুপি। এটি স্টিল ব্ল্যাক, ডিপ ব্লু, কুল গ্রে এবং অ্যাক্টিভ ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। তবে বাংলাদেশের বাজারে এটি কবে আসবে সেটি জানা যায়নি।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...