বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

ব্যাটারি প্রযুক্তির পরিবর্তন থাকছে গ্যালাক্সি এস২৬ মডেলে

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:৫৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

নতুন এই ব্যাটারি প্রযুক্তিতে ক্যাথোডের গ্রাফাইটের পরিবর্তে সিলিকন ব্যবহার করা হবে, যা ব্যাটারির সংরক্ষণক্ষমতা বাড়াবে। যদিও প্রাথমিকভাবে উচ্চ উৎপাদন ব্যয় নিয়ে শঙ্কা ছিল, তবে শাওমি, ভিভো ও ওয়ানপ্লাস ইতোমধ্যে তাদের ফ্ল্যাগশিপ ফোনে এই প্রযুক্তি এনেছে। ফলে, স্যামসাংও এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে।

স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৬-এ ব্যাটারি প্রযুক্তির পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছে কোরিয়ান সংবাদমাধ্যম এফএননিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোম্পানিটি সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারির ক্ষমতা ৭,০০০ এমএএইচ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।

নতুন এই ব্যাটারি প্রযুক্তিতে ক্যাথোডের গ্রাফাইটের পরিবর্তে সিলিকন ব্যবহার করা হবে, যা ব্যাটারির সংরক্ষণক্ষমতা বাড়াবে। যদিও প্রাথমিকভাবে উচ্চ উৎপাদন ব্যয় নিয়ে শঙ্কা ছিল, তবে শাওমি, ভিভো ও ওয়ানপ্লাস ইতোমধ্যে তাদের ফ্ল্যাগশিপ ফোনে এই প্রযুক্তি এনেছে। ফলে, স্যামসাংও এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে।

স্যামসাংয়ের সিলিকন-কার্বন ব্যাটারির প্রতি সতর্ক দৃষ্টিভঙ্গির কারণ হলো, কোম্পানিটি প্রতিদ্বন্দ্বী চীনা ব্র্যান্ডগুলোর তুলনায় অনেক বেশি ইউনিট উৎপাদন করে। ফলে, কোনো সমস্যার সৃষ্টি হলে সেটির প্রভাব ব্যাপক হতে পারে। একই কারণেই ২৫ ওয়াট ও ৪৫ ওয়াট চার্জিং প্রযুক্তির ওপরও নির্ভরশীল থেকেছে স্যামসাং।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্যামসাং ২০২৬ সালের ফ্ল্যাগশিপ মডেলগুলোতে এসআই/সি ব্যাটারির ব্যাপক সংযোজনের জন্য বিনিয়োগ করছে। ব্যাটারির উপাদান ও সম্প্রসারণ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা হয়েছে, যা অ্যাপলকেও আইফোন ১৭-এর জন্য পাতলা ব্যাটারি গ্রহণে উৎসাহিত করতে পারে।

এর আগে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে এসেছিল, যা ২০২০ সালের গ্যালাক্সি এস২০ আল্ট্রার মতোই। একইভাবে, ভ্যানিলা গ্যালাক্সি এস২৫-এ ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াট চার্জিং রয়েছে। তবে, ব্যাটারি আপগ্রেডের দিক থেকে কেবল গ্যালাক্সি এস২৫+ কিছুটা উন্নতি পেয়েছে।

স্যামসাং যদি গ্যালাক্সি এস২৬-এ সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করে, তবে এটি স্মার্টফোন ব্যাটারি প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: জিএসএম এরিনা

সংবাদটি পঠিত হয়েছে: ৫৬ বার

এ সম্পর্কিত আরও খবর