১৯ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
ফাইভার এই নতুন এআই সুবিধাগুলো চালু করে ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে এবং কাজের সুযোগ তৈরি করতে চায়। যদিও এতে নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে, তবে এটি ফ্রিল্যান্সারদের জন্য নতুন আয় ও সুবিধার দ্বার খুলে দেবে।
ফাইভার ফ্রিল্যান্সারদের কাজ সহজ ও স্বয়ংক্রিয় করতে এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে। এই নতুন উদ্যোগের আওতায় তারা নিজেদের কণ্ঠ, ডিজাইন ও অন্যান্য কাজের নমুনা দিয়ে ব্যক্তিগত এআই মডেল প্রশিক্ষিত করতে পারবেন। এরপর এই মডেল ব্যবহার করে গ্রাহকদের জন্য কাজ করে আয় করা যাবে।
বুধবার টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, ফাইভার এই নতুন এআই সুবিধাগুলো চালু করে ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে এবং কাজের সুযোগ তৈরি করতে চায়। যদিও এতে নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে, তবে এটি ফ্রিল্যান্সারদের জন্য নতুন আয় ও সুবিধার দ্বার খুলে দেবে।
এ প্রসঙ্গে ফাইভারের সিইও মিচা কাউফম্যান বলেছেন, ‘আমাদের এই উদ্যোগ ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ কমাবে না, বরং তাদের আরও দক্ষ ও শক্তিশালী করে তুলবে।’
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের ফলে অনেক লেখক, প্রোগ্রামার ও অ্যাপ ডেভেলপারের কাজের সুযোগ কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে ফাইভার ফ্রিল্যান্সারদের নতুন সম্ভাবনা দিতে পার্সোনাল এআই ক্রিয়েশন মডেল চালু করেছে।
পার্সোনাল এআই ক্রিয়েশন মডেল
এই মডেলের মাধ্যমে ফ্রিল্যান্সাররা নিজেদের কণ্ঠ, ডিজাইন বা অন্যান্য কাজের নমুনা ব্যবহার করে ব্যক্তিগত এআই মডেল তৈরি করতে পারবেন। এরপর, এই এআই মডেল ব্যবহার করে তারা গ্রাহকদের কাছে তাদের সেবা দিতে পারবেন এবং আয় করতে পারবেন। এই পরিষেবা ব্যবহারের জন্য মাসিক ২৫ ডলার ফি নির্ধারণ করা হয়েছে।
পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট
ফাইভার আরও একটি নতুন টুল চালু করেছে, যার নাম পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট। এটি ফ্রিল্যান্সারদের গ্রাহকদের সাথে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে সাহায্য করবে। এই টুলের সাবস্ক্রিপশন ফি প্রতি মাসে ২৯ ডলার।
ফ্রিল্যান্সারদের সুরক্ষা ও অতিরিক্ত সুবিধা
ফাইভার আশ্বস্ত করেছে যে, ফ্রিল্যান্সারদের কাজ কোম্পানির নিজস্ব এআই মডেল তৈরিতে ব্যবহার করা হবে না। ফ্রিল্যান্সাররা চাইলে তাদের তৈরি করা এআই মডেল বন্ধ করে দিতে পারবেন। সফল ফ্রিল্যান্সারদের উৎসাহিত করতে ফাইভার তাদের শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...