বুধবার

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

গ্লোবাল ব্র্যান্ডে মিলবে মাইক্রোল্যাব ব্র্যান্ডের পণ্য

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, দুপুর ৪:২৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এখন থেকে আনুষ্ঠানিকভাবে মাইক্রোল্যাব-এর কম্পিউটার স্পিকার, ট্রলি স্পিকার, বার স্পিকার, হেডফোন এবং অন্যান্য অডিও পণ্য বাজারজাত করছে। 

বিশ্ববিখ্যাত অডিও ও মাল্টিমিডিয়া ব্র্যান্ড মাইক্রোল্যাব এখন থেকে বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা আরও সহজে অরিজিনাল মাইক্রোল্যাব ব্র্যান্ডের পণ্য, উন্নত বিক্রয়োত্তর সেবা এবং প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য কিনতে পারবেন।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এখন থেকে আনুষ্ঠানিকভাবে মাইক্রোল্যাব-এর কম্পিউটার স্পিকার, ট্রলি স্পিকার, বার স্পিকার, হেডফোন এবং অন্যান্য অডিও পণ্য বাজারজাত করছে। এই অংশীদারত্বের ফলে গ্রাহকরা এখন নিশ্চিন্তে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসল মাইক্রোল্যাব পণ্য ক্রয় করতে পারবেন, যা দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দেবে।

দেশজুড়ে বিস্তৃত গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং স্টোরগুলির মাধ্যমে সহজেই মাইক্রোল্যাব পণ্য পাওয়া যাবে। এছাড়া, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট এবং ক্যাম্পেইন উপভোগ করতে পারবেন, যা সেরা দামে সেরা অডিও পণ্য কেনার সুযোগ তৈরি করছে।

সংবাদটি পঠিত হয়েছে: ১০৩ বার

এ সম্পর্কিত আরও খবর