বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

কম দামের স্মার্টওয়াচ আনছে আইটেল

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৪, দুপুর ১১:২২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আইটেলের নতুন ঘড়িতে থাকছে ২.০১ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। যার ডিসপ্লের বেজেল কম।

দেখতে অ্যাপল ওয়াচের মতোই। কিন্তু অ্যাপল ওয়াচ নয়। এমনই একট স্মার্টওয়াচ আনছে আইটেল। যার দাম হাতের নাগালে। এই ঘড়ি আইটেল আইকন ২ এর উত্তরসূরী। মডেল আইটেল আইকন ৩। আইটেলের নতুন ঘড়িতে থাকছে ২.০১ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। যার ডিসপ্লের বেজেল কম।

আসন্ন স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিংকেও সমর্থন করে, যা দ্রুত এবং সহজ সংযোগের জন্য একটি ডেডিকেটেড চিপের সাথে আসে। ঘড়িটির মাইক্রোসাইটটি অ্যামাজনেও লাইভ হয়েছে, যা এর অনেক বৈশিষ্ট্য প্রকাশ করে।

এছাড়াও এতে ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল ফিচার রয়েছে। ঘড়িটি কাস্টমাইজেশনের জন্য ১৫০টিরও বেশি ওয়াচফেস সমর্থন করে। এতে ২.৫ ডি কার্ভড গ্লাস রয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৫০ বার

এ সম্পর্কিত আরও খবর