১৭ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
মাঝারি মাত্রার নিরাপত্তা ত্রুটির জন্য নতুন পুরস্কার কাঠামো চালু করেছে। এখন এ ধরনের ত্রুটি শনাক্ত করে প্রতিবেদন দিলে গবেষকেরা সর্বোচ্চ ৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারেন। ত্রুটির মাত্রার ওপর ভিত্তি করে পুরস্কারের পরিমাণ ২৫০ থেকে ৩০,০০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
কো-পাইলট চ্যাটবটে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান পেতে নিজেদের ‘বাগ বাউন্টি’ কর্মসূচির ঘোষণা করেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের তৈরি প্রযুক্তি ও অ্যাপে থাকা কোনো নিরাপত্তা সমস্যা শনাক্ত করলে অংশগ্রহণকারীরা নগদ পুরস্কার পাবেন।
জানা গেছে, ‘বাগ বাউন্টি’ কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি পুরস্কারের মূল্য বাড়িয়েছে মাইক্রোসফট।
এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, তারা মাঝারি মাত্রার নিরাপত্তা ত্রুটির জন্য নতুন পুরস্কার কাঠামো চালু করেছে। এখন এ ধরনের ত্রুটি শনাক্ত করে প্রতিবেদন দিলে গবেষকেরা সর্বোচ্চ ৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারেন। ত্রুটির মাত্রার ওপর ভিত্তি করে পুরস্কারের পরিমাণ ২৫০ থেকে ৩০,০০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। বিশেষ করে, যদি গুরুতর নিরাপত্তা ত্রুটি, যেমন তথ্য বিকৃতির ঘটনা শনাক্ত হয়, তবে সর্বোচ্চ ৩০,০০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া কো-পাইলটের বেশ কিছু সেবাকে নতুন করে বাউন্টি কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কো-পাইলট ফর টেলিগ্রাম, কো-পাইলট ফর হোয়াটসঅ্যাপ, কো-পাইলট ডট মাইক্রোসফট ডট কম এবং কো-পাইলট ডট এআই। সূত্র: ব্লিপিং কম্পিউটার
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...