রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


বিশেষ প্রতিবেদন

নিরাপত্তার ঝুঁকিতে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি দক্ষিণ কোরিয়ায়

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৫৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই নিষেধাজ্ঞার মাধ্যমে দক্ষিণ কোরিয়া আরও একটি দেশ হিসেবে ডিপসিক-এর বিষয়ে সতর্কতা বা বিধিনিষেধ জারি করল। নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া ও তাইওয়ান এই সপ্তাহে সরকারি ডিভাইসগুলোতে ডিপসিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে।

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ কোম্পানি ডিপসিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন উদ্বেগ প্রকাশ করে চ্যাটবটটি কর্মীদের সাময়িকভাবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়ারশিল্প মন্ত্রণালয়।

একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার চীনা জেনারেটিভ এআই চ্যাটবট নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

মঙ্গলবার দেশটির সরকার এর বিবৃতিতে বলেছে, মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে ডিপসিক ও চ্যাটজিপিটি -এর মতো এআই পরিষেবা ব্যবহারে সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গে কোরিয়া হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার জানিয়েছে, তারা চলতি মাসের শুরুতেই এসব পরিষেবা ব্লক করেছে।

বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক কাজে ব্যবহৃত কম্পিউটারে ডিপসিক-এর প্রবেশ বন্ধ করেছে।

ইয়োনহাপ নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ মন্ত্রণালয় এমন কম্পিউটারে ডিপসিক-এর প্রবেশ সীমিত করেছে, যেগুলো বাহ্যিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত। তবে মন্ত্রণালয় নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করেনি। ডিপসিক এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এছাড়া, মন্ত্রণালয়গুলো চ্যাটজিপিটি-এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এই নিষেধাজ্ঞার মাধ্যমে দক্ষিণ কোরিয়া আরও একটি দেশ হিসেবে ডিপসিক-এর বিষয়ে সতর্কতা বা বিধিনিষেধ জারি করল। নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া ও তাইওয়ান এই সপ্তাহে সরকারি ডিভাইসগুলোতে ডিপসিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে।

জানুয়ারিতে ডিপসিক-কে তাদের চ্যাটবট বন্ধ করতে বলে ইতালির ডেটা সুরক্ষা সংস্থা। কারণ হিসেবে সংস্থাটি জানায়, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপটি তাদের গোপনীয়তা নীতির বিষয়ে নিয়ন্ত্রকদের উদ্বেগের সমাধান করতে পারেনি। ইউরোপ, আমেরিকা এবং ভারতের কয়েকটি সরকারও ডিপসিক ব্যবহারের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছে।

ডিপসিক-এর কাছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চায় দক্ষিণ কোরিয়ার তথ্য গোপনীয়তা কর্তৃপক্ষ।

চীনের স্টার্টআপ ডিপসিক গত মাসে তাদের নতুন এআই চ্যাটবট মডেল উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। কোম্পানিটি দাবি করেছে, তাদের মডেলগুলো যুক্তরাষ্ট্রের তৈরি প্রযুক্তির সমকক্ষ বা আরও উন্নত এবং তুলনামূলকভাবে কম খরচে তৈরি। 

দক্ষিণ কোরিয়ার চ্যাট অ্যাপ প্রতিষ্ঠান কাকাউ কোর্প নিরাপত্তা উদ্বেগের কারণে কর্মীদের ডিপসিক চ্যাটবটটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। গত মঙ্গলবার তারা ওপেন এআইয়ের সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করে।

এদিকে, কোরিয়ার প্রযুক্তি কোম্পানিগুলো জেনারেটিভ এআই ব্যবহারে আরও সতর্ক হচ্ছে। এআই চিপ নির্মাতা এসকে হাইনিক্স নিরাপত্তার কথা বিবেচনা করে এসব পরিষেবার ব্যবহার সীমিত করেছে এবং শুধু প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমতি দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ওয়েব পোর্টাল নাভার তাদের কর্মীদের জানিয়েছে, যাতে তারা এমন জেনারেটিভ এআই চ্যাটবট পরিষেবা ব্যবহার না করে, যেগুলো কোম্পানির বাইরের স্থানে ডেটা সংরক্ষণ করে। সূত্র: রয়টার্স। 

সংবাদটি পঠিত হয়েছে: ১১৮ বার

এ সম্পর্কিত আরও খবর