বুধবার

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


খবর

সাহিত্যিক ও লোকগবেষক ড. আশরাফ সিদ্দিকীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, দুপুর ৩:০৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী তাদের একজন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, নাট্যকার ও লোক গবেষক। তিনি পাঁচশতের বেশী কবিতা রচনা করেছেন। গবেষণা করেছেন বাংলার লোক ঐতিহ্য নিয়ে। তিনি প্রায় ১৫ বছর বাংলাদেশ ছাত্র কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসংস্কৃতি সংগ্রাহক ও গবেষক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ড.  আশরাফ সিদ্দিকীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল  বুধবার (১৯ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সন্মানিত চেয়ারম্যান  প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক  ভিসি ও সাবেক রাষ্ট্রদূত  ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার সারোয়ার হোসেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. আসাদুজ্জামান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান,  ট্রাস্টের সদস্য এবং সাবেক উপ সচিব সৈয়দ হাবিবুর রহমান এবং ট্রাস্টের পরিচালক (জনসংযোগ)  আনোয়ার হাবিব কাজল প্রমুখ।

বক্তারা বলেন, বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী তাদের একজন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, নাট্যকার ও লোক গবেষক। তিনি পাঁচশতের বেশী কবিতা রচনা করেছেন। গবেষণা করেছেন বাংলার লোক ঐতিহ্য নিয়ে। তিনি প্রায় ১৫ বছর বাংলাদেশ ছাত্র কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টকে বিশেষ মযার্দাপূর্ন অবস্থানে নিয়ে আসেন। শিক্ষার সংস্কার এবং নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের মত বিষয়গুলিকে তিি সবসময় গুরুত্ব দিয়ে আসছেন এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট জাতীয় শিক্ষা নীতি প্রনয়ণ ও সংস্কারসহ শিক্ষা কারিকুলাম পরিবর্তনের জন্য এবং অনতিবিলম্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 
 

সংবাদটি পঠিত হয়েছে: ১৯৬ বার

এ সম্পর্কিত আরও খবর