বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

সিম সাপোর্টেড স্টাইলিশ স্মার্টওয়াচ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৫৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বোট লুনার প্রো স্মার্টওয়াচে থাকছে জিও’র ই-সিম প্রযুক্তি। কল, এসএমএসসহ পাওয়া যাবে শতাধিক স্পোর্টস মোড এবং হেলথ ট্র্যাকিং ফিচার।

বাজারে এলো সিম সাপোর্টেড স্মার্টওয়াচ। এই গ্যাজেট এনেছে ভারতীয় প্রতিষ্ঠান বোট। মডেল বোট লুনার প্রো এলটিই। একবার চার্জ দিলে ঘড়িটি চলবে টানা ৫ দিন। এটি বোটের প্রথম ই-সিম যুক্ত স্মার্টওয়াচ। স্টাইলিশ গোল ডায়ালের সঙ্গে ঘড়ির সাইডে রয়েছে দুইটি বাটন।

বোট লুনার প্রো স্মার্টওয়াচে থাকছে জিও’র ই-সিম প্রযুক্তি। কল, এসএমএসসহ পাওয়া যাবে শতাধিক স্পোর্টস মোড এবং হেলথ ট্র্যাকিং ফিচার। এখন স্মার্টফোনের অনেক কাজ স্মার্টওয়াচেও মিটিয়ে ফেলা যায়। শুধু বাকি ছিল সিম কানেক্টিভিটি। এবার সেই চাহিদাও পূরণ করল বোটের নতুন লুনার প্রো।

যেকোনো জায়গায় ফোনেই কল ধরতে পারবেন। মেসেজ পাঠাতে পারবেন এবং বন্ধু-বান্ধব, প্রিয়জনদের। সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন তাদের সঙ্গে। ফোনের সিমে নেটওয়ার্ক না থাকলেও জরুরি ক্ষেত্রে স্মার্টওয়াচের ই-সিম প্রযুক্তি কাজে আসতে পারে।

বোট স্মার্টওয়াচের ফিচার্স 
বোটের নতুন স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এর ওয়াচ ফেস কাস্টমাইজ করা যাবে। এতে ১০০টির বেশি  স্পোর্টস মোড। ঘড়িটি ব্লুটুথ কলিং সাপোর্ট করে। হেলথ মনিটরিং, ট্র্যাকিং ফিচারসহ অন্যান্য হেলথ ফিচার আছে এতে। ব্যাক আপ থেকে ৫৭৭ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

হেলথ ট্র্যাকিং ফিচার্সের মধ্যে রয়েছে হার্ট রেট ,মনিটর, ব্লাড অক্সিজেন, স্লিপ ট্র্যাকার এবং ফিটনেস ট্র্যাকার। নিয়মিত শরীরচর্চার সময় স্মার্টওয়াচে থাকা ট্রাকিং ফিচারের মাধ্যমে কত ক্যালোরি বার্ন হল তা জানতে পারবেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৪০৫ বার

এ সম্পর্কিত আরও খবর