বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


সফটওয়্যার

স্পটিফাইয়ের হাই-ফাই সেবা: আসছে ‘মিউজিক প্রো’

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:৫৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

স্পটিফাই ‘মিউজিক প্রো’ নামে নতুন একটি প্রিমিয়াম টিয়ার চালু করতে কাজ করছে। এতে উন্নতমানের অডিওর পাশাপাশি এআই-চালিত রিমিক্সিং টুল ও কনসার্ট টিকিটের বিশেষ সুবিধা থাকবে।

জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই অবশেষে তাদের উচ্চ-মানের সংগীত পরিষেবা হাই-ফাই চালু করতে যাচ্ছে। প্রথমবার ২০১৭ সালে ফিচারটি ঘোষণার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাই ‘মিউজিক প্রো’ নামে নতুন একটি প্রিমিয়াম টিয়ার চালু করতে কাজ করছে। এতে উন্নতমানের অডিওর পাশাপাশি এআই-চালিত রিমিক্সিং টুল ও কনসার্ট টিকিটের বিশেষ সুবিধা থাকবে।

মূল্য ও সাবস্ক্রিপশন
এই সেবার জন্য ব্যবহারকারীদের তাদের বর্তমান সাবস্ক্রিপশনের অতিরিক্ত ৫.৯৯ ডলার মাসিক ফি দিতে হতে পারে, তবে চূড়ান্ত মূল্য এখনো নির্ধারণ হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি চূড়ান্ত করছে এবং কনসার্ট টিকিট বিক্রির সুযোগ যুক্ত করার পরিকল্পনা করছে।

প্রতিযোগিতা ও সম্ভাবনা
অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক আনলিমিটেড এবং টাইডাল ইতিমধ্যেই উচ্চ-মানের অডিও সেবা দিয়ে আসছে, যেখানে সাউন্ডক্লাউড রিমিক্সিং টুল প্রদান করে। তবে স্পটিফাই-এর ৬৭৫ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী এবং ২৫০ মিলিয়নের বেশি প্রিমিয়াম গ্রাহক থাকার ফলে এটি এখনো শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম।

স্পটিফাই আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার ঘোষণা না দিলেও ২০২৫ সালের মধ্যেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। নতুন গ্রাহক আকর্ষণ ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি এই নতুন পরিষেবা পর্যায়ক্রমে চালু করবে এবং ভবিষ্যতে নতুন ফিচার যোগ করবে। সূত্র: ফোন এরিনা, ম্যাশেবল।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৮৫ বার

এ সম্পর্কিত আরও খবর