বুধবার

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


খবর

সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন মাইলফলকে রেড ডাটা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, দুপুর ৪:২৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ভবিষ্যতে আইসিটি সম্পর্কিত আরও বিভিন্ন সেবা ও সমাধানের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে রেড ডাটা। এর মধ্যে রয়েছে দেশব্যাপী ডাটা সংযোগ, জাতীয় আইপি টেলিফোনি সেবা, ক্লাউড/হোস্টিং সেবা, নেটওয়ার্ক সংক্রান্ত ডিভাইসের ম্যানেজড সার্ভিস, অ্যাকটিভ ডিরেক্টরি, মাইক্রোসফট এক্সচেঞ্জ এবং অন্যান্য মাইক্রোসফট পণ্য, কাস্টমাইজড আইটি সমাধান ও অন্যান্য সেবা।

সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন মাইলফলক তৈরি করেছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান রেড ডাটা (প্রাইভেট) লিমিটেড। রবিবার (১৬ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তির মাধ্যমে সরকারি পর্যায়ে এই সংযোগ স্থাপন করা হয়।

এই চুক্তির ফলে এখন থেকে রেড ডাটা (প্রাইভেট) লিমিটেড শিল্প মন্ত্রণালয়কে নিরবচ্ছিন্ন ও উন্নতমানের ডেডিকেটেড ইন্টারনেট সেবা দেবে।

ভবিষ্যতে আইসিটি সম্পর্কিত আরও বিভিন্ন সেবা ও সমাধানের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে রেড ডাটা। এর মধ্যে রয়েছে দেশব্যাপী ডাটা সংযোগ, জাতীয় আইপি টেলিফোনি সেবা, ক্লাউড/হোস্টিং সেবা, নেটওয়ার্ক সংক্রান্ত ডিভাইসের ম্যানেজড সার্ভিস, অ্যাকটিভ ডিরেক্টরি, মাইক্রোসফট এক্সচেঞ্জ এবং অন্যান্য মাইক্রোসফট পণ্য, কাস্টমাইজড আইটি সমাধান ও অন্যান্য সেবা।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, উপসচিব; মোহাম্মদ ইমতিয়াক জানান, সিস্টেম এনালিস্ট এবং প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, প্রোগ্রামার। রেড ডাটা (প্রাইভেট) লিমিটেডের প্রতিনিধিত্ব করেন মইন উদ্দিন আহমেদ, সিইও; একরামুল কবির, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং এবং মুন এম. রাজিব, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ডিং অ্যান্ড স্ট্র্যাটেজি। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রেড ডাটা (প্রাইভেট) লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান। তারা ইন্টারনেট ও ডাটা সংযোগ, আইপি টেলিফোনি, এসএমএস সার্ভিস, ক্লাউড ও ইমেইল সার্ভিস সল্যুশন, ওয়েবসাইট ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক হার্ডওয়্যার এবং ম্যানেজড সার্ভিস প্রদান করে আসছে। এই নতুন পদক্ষেপ সরকারি খাতে প্রযুক্তিগত উদ্ভাবনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে ভূমিকা রাখবে।
 

সংবাদটি পঠিত হয়েছে: ১২৮ বার

এ সম্পর্কিত আরও খবর