রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


উদ্যোগ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা ও উপদেষ্টা বোর্ড পুনর্গঠন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:৩৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা ও উপদেষ্টা বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।

এতে করে কোম্পানিটির পরিচালনা পর্ষদে বেসরকারি খাত হতে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এর আগে বেসরকারি খাত হতে কোম্পানির পরিচালনা পর্ষদে ছিলেন শুধুমাত্র আরিফ খান যিনি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান।

সম্প্রতি আরও দুইজন স্বতন্ত্র পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে কোম্পানির ৯ সদস্যের পরিচালনা পর্ষদের এক তৃতীয়াংশই হচ্ছেন বেসরকারি খাত থেকে; যা কোম্পানির নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের মতে,  বেসরকারি খাত হতে অর্থনীতি, বেসরকারি খাতের উন্নয়ন, নীতি সংস্কার, ব্যবসা এবং ইনভেস্টমেন্ট সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ এ দুইজন ব্যক্তিত্বের কোম্পানির পরিচালনা পর্ষদে অংশগ্রহণের মাধ্যমে কোম্পানির বিনিয়োগসহ নানাবিধ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, সম্প্রতি স্টার্ট-আপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা কমিটি পুনঃগঠন করা হয়েছে। আগের কমিটি’র মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে এ কমিটি পুনঃগঠন করা হলো। নতুন গঠিত এ কমিটিতে রয়েছেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট  মাহতাব উদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের নীতি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার রাশনা ইমাম, কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান  তানভীর আলী, রকমারির প্রতিষ্ঠাতা এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।

বিনিয়োগ উপদেষ্টা কমিটি স্টার্ট-আপ বাংলাদেশের স্ট্র্যাটেজিক লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে সম্ভাবনাপূর্ণ প্রযুক্তি সংশ্লিষ্ট বিনিয়োগ প্রস্তাবসমূহ পর্যালোচনাপূর্বক মতামত ও সুপারিশ প্রদান করে থাকেন, যার ভিত্তিতে বোর্ড কর্তৃক বিনিয়োগ সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।  

স্টার্ট-আপ বাংলাদেশ দেশে একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক স্টার্ট-আপ ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে উচ্চ সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য তার সমর্থন অব্যাহত রেখেছে। স্টার্ট-আপ বাংলাদেশ নতুন নতুন উদ্যোগ চালু করার মাধ্যমে বাংলাদেশের স্টার্ট-আপ দৃশ্যপটকে একটি সমৃদ্ধ উদ্ভাবনের ল্যান্ডস্কেপে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি পঠিত হয়েছে: ২০৯ বার

এ সম্পর্কিত আরও খবর