রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


টিপস

টিকটকে নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্লক করবেন যেভাবে

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৪২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

শুধু তাই নয়, অপরিচিতদের পাঠানো অবাঞ্ছিত বার্তার কারণেও হয়রানির শিকার হন অনেকে। টিকটকে চাইলেই অবাঞ্ছিত বার্তা বা ভিডিও পোস্ট করা ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও টিকটকের বিভিন্ন ভিডিওর কারণে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

শুধু তাই নয়, অপরিচিতদের পাঠানো অবাঞ্ছিত বার্তার কারণেও হয়রানির শিকার হন অনেকে। টিকটকে চাইলেই অবাঞ্ছিত বার্তা বা ভিডিও পোস্ট করা ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

অ্যাকাউন্ট ব্লক করার জন্য প্রথমে স্মার্টফোন থেকে টিকটক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর যে অ্যাকাউন্ট ব্লক করতে হবে, সেই অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা শেয়ার আইকনে ট্যাপ করলেই নিচে একটি বক্স দেখা যাবে।

বক্সে ব্লক অপশন নির্বাচন করার পর একটি পপআপ বার্তা দেখা যাবে। সেখানে ব্লক ট্যাবে ক্লিক করলেই অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টের কোনো পোস্ট টিকটক ফিডে দেখা যাবে না।

সংবাদটি পঠিত হয়েছে: ৩৯৩ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪