ছবি: সংগৃহীত
ছোট্ট এই যন্ত্র নিয়ে আপনি খুব সহজেই সোয়েটার, মাফলার, টুপি ছাড়াও উলের যেকোনও পোশাক থেকে ববলিন তুলে ফেলতে পারবেন। আপনি এই ডিভাইসটি ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম থেকে কিনতে পারেন। পাওয়া যায় চীনের আলিবাবা ডটকমেও। দারাজেও খুঁজে দেখতে পারেন। যার দাম ১৫০০ টাকার মধ্যেই।
শীত এলেই সোয়েটার পরার ধুম লাগে। উলের তৈরি পোশাকে ববলিন ওঠে। তাই উলের পোশাকে এই সমস্যায় পড়তে হয়।আর এই সমস্যার সমাধানে বাজারে এলো অত্যাধুনিক এক যন্ত্র। এই যন্ত্র উলের সোয়েটারে ববলিনের সমস্যা দূর করবে।
ছোট্ট এই যন্ত্র নিয়ে আপনি খুব সহজেই সোয়েটার, মাফলার, টুপি ছাড়াও উলের যেকোনও পোশাক থেকে ববলিন তুলে ফেলতে পারবেন। আপনি এই ডিভাইসটি ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম থেকে কিনতে পারেন। পাওয়া যায় চীনের আলিবাবা ডটকমেও। দারাজেও খুঁজে দেখতে পারেন। যার দাম ১৫০০ টাকার মধ্যেই।
এই লিন্ট রিমুভারটি আপনি চার্জ করতে পারবেন। আপনি এটির ব্যাটারি চার্জ করে এটি ব্যবহার করতে পারেন। শুধু এটাই নয়, বাজারে বা অনলাইনে প্রচুর লিন্ট রিমুভার রয়েছে। আপনি আপনার পছন্দ মতো কিনে নিতে পারবেন।
কোন কাপড়ে লিন্ট/বললিন রিমুভার ব্যবহার করা যেতে পারে?
আপনি আপনার উলের কাপড়, জ্যাকেট, শাল, কম্বল এবং অন্যান্য জামাকাপড়গুলোতে এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। বলিন বের হওয়ার কারণে, এমনকি নতুন পশমী জামাকাপড়গুলো পুরনো কাপড়ের মতো দেখতে লাগে। অতএব, এই ডিভাইসের সাহায্যে সমস্ত ববলিন তুলে ফেললে আপনার সোয়েটার বহুদিন পর্যন্ত নতুনের মতোই থাকবে।
ববলিন রিমুভার কীভাবে কাজ করে?
এই ডিভাইসটিতে একটি ৫ ওয়াটের মোটর রয়েছে। যা ৬৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করে। এই লিন্ট রিমুভারটিতে তিনটি স্টেইনলেস স্টিলের ব্লেড রয়েছে, যা উলের কাপড় থেকে লিন্ট অপসারণ করতে খুব কার্যকর। এই লিন্ট রিমুভারটিতে একটি ব্যাটারি রয়েছে, যা ৬০ মিনিট থাকে, যা আপনি চার্জ এবং ব্যবহার করতে পারেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...