রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


টিপস

হোয়াটস অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করবেন যেভাবে

প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

হোয়াটস অ্যাপের ‘লাইভ লোকেশন’ ফিচারের মাধ্যমে সহজেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে রিয়েল- টাইম লোকেশন শেয়ার করা যাবে। আইফোন এবং অ্যান্ড্রয়েট উভয় ফোনেই সেটা সম্ভব। সেসঙ্গে ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট দুইভাবেই লোকেশন শেয়ার করা যাবে।

হোয়াটস অ্যাপের ‘লাইভ লোকেশন’ ফিচারের মাধ্যমে সহজেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে রিয়েল- টাইম লোকেশন শেয়ার করা যাবে। আইফোন এবং অ্যান্ড্রয়েট উভয় ফোনেই সেটা সম্ভব। সেসঙ্গে ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট দুইভাবেই লোকেশন শেয়ার করা যাবে।

যদি আইফোনে হোয়াটস অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করতে চান প্রথমে ফোনের সেটিংস অপশন থেকে ‘লোকেশন পারমিশন ফর হোয়াটস অ্যাপ’ চালু করতে হবে। এর জন্য সেটিংস অপশনে গিয়ে সেখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনস এ ঢুকতে হবে। এখানে আছে অ্যাডভান্সড সেটিংস, এখান থেকে ‘অ্যাপ পারমিশন টার্ন অন দ্য লোকেশন’ ওপেন করতে হবে।

 এবার হোয়াটস অ্যাপের জন্য সেটিংস অন করতে হবে। এরপর হোয়াটস অ্যাপে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট ওপেন করুন। যে ব্যক্তির সাথে লোকেশন শেয়ার করতে চান তার অ্যাকাউন্টটি অ্যাটাচ করুন। অ্যাটাচ করার জন্য হোয়াটস অ্যাপে যে পেপার ক্লিপের চিহ্ন আছে সেখানে ট্যাপ করতে হবে। এখান থেকে লোকেশন শেয়ারের অপশন পাওয়া যাবে। 

লোকেশন অপশনে ট্যাপ করলে সিলেক্ট শেয়ার লাইভ লোকেশন আসবে। এখানে কত সময়ের জন্য শেয়ার করতে চান তা নির্দিষ্ট করে দেয়ার সুযোগ আছে। এরপর সেন্ড অপশনে চাপ দিলেই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে লোকেশন শেয়ার হয়ে যাবে। সূত্র: দ্য সান

সংবাদটি পঠিত হয়েছে: ৫৮৬ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪