১৬ ঘন্টা আগে
১৮ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
ভুল করে ডিলিট করা ছবি পুণরুদ্ধার করা সম্ভব। গুগল ফটোস-এ ব্যাক আপ নেওয়া কোনো ফটো বা ভিডিও যদি মুছে দেয়া হয়, তাহলে সেটি ৬০ দিন পর্যন্ত ট্র্যাশে থেকে যায়। সেখান থেকে ছবি পুণরুদ্ধার করা যাবে।
নিশি'র স্মার্ট ফোনটা বেশ পুরোনো হয়ে গেছে। তাই প্রায় সময়ই ফোন হ্যাং হয়ে যায়, আরো নানারকম ঝামেলা হয়। একদিন ফোনটা রিসেট দিতে গিয়ে কিছু পছন্দের ছবি ডিলিট হয়ে যায়। যা পরবর্তীতে আর কোন জায়গায় খুঁজে না পেয়ে নিশি'র খুব মন খারাপ হয়।
ভুল করে ডিলিট করা ছবি পুণরুদ্ধার করা সম্ভব। কিভাবে সেটা? চলুন জেনে নেয়া যাক:
১. গুগল ফটোস-এ ব্যাক আপ নেওয়া কোনো ফটো বা ভিডিও যদি মুছে দেয়া হয়, তাহলে সেটি ৬০ দিন পর্যন্ত ট্র্যাশে থেকে যায়। সেখান থেকে ছবি পুণরুদ্ধার করা যাবে।
২. আপনার অ্যান্ড্রয়েড ডিভিইসটি যদি ১১ এবং তার পরের সংস্করণের হয় এবং এই ডিভাইস থেকে কোনো আইটেম ব্যাক আপ না নিয়েই মুছে দেন, তাহলে সেটি ৩০ দিনের জন্য আপনার ট্র্যাশে থাকবে। সেখানে থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন।
৩. আপনি যদি গুগল ফটোসে-এ এমন একটি ফটো বা ভিডিও দেখেন যা আপনি মুছে ফেলেছেন বলে মনে করেন, তার মানে হলো সেটি আপনার ফোনের মেমরি কার্ডে রয়ে গেছে। সেখান থেকে ছবি পুণরূদ্ধার করতে পারবেন।
ডিলিট হওয়া ছবি বা ভিডিও রিস্টোর করার উপায়
ডিলিট হওয়া ছবি বা ভিডিও যদি রিস্টোর করতে চান, তাহলে প্রথমেই আপনার ট্রাশ এ খুঁজতে হবে যে সেখানে ছবি রয়ে গেছে কিনা।
*আপনার অ্যান্ড্রয়েট ফোন বা ট্যাবলেটে, গুগল ফটোস অ্যাপ খুলুন
*অ্যাপের একদম নীচে লাইব্রেরিতে ট্যাপ করুন > তারপর ট্রাশ চাপুন
*যে ফটো বা ভিডিও রিস্টোর করতে চান সেটির উপর চাপ দিয়ে ধরে রাখুন
*এরপর অ্যাপের একদম নীচে রিস্টোর অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই ফটো বা ভিডিও রিস্টোর হয়ে যাবে-
*ফোনের গ্যালারি অ্যাপ
*গুগল ফটোস লাইব্রেরি
*অথবা মোবাইলে বিল্ড ইন করা কোন অ্যালবামে
এর যে কোন জায়গায় আপনার ছবি রিস্টোর হয়ে যাবে। যদি ট্র্যাশেও ডিলিট হওয়া ছবি না পাওয়া যায় তারমানে সেটা চিরতরে ডিলিট হয়ে গেছে। আর কখনোই ফিরে পাওয়া যাবে না।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...