রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


টিপস

চ্যাটজিপিটি প্লাটফর্ম ব্যবহারের জন্য ‍যা করবেন

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, রাত ১১:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি ব্যবহারকারীকে প্রথমে যেতে হবে ‘চ্যাটজিপিটি’ এর অফিশিয়াল ওয়েবসাইটের এই ঠিকানায়। গুগলে চ্যাটজিপিটি লিখে সার্চ করলে এই লিংকে প্রবেশ করতে হবে। অথবা সরাসরি ব্রাউজারে টাইপ করেও চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

চ্যাটজিপিটি হলো একটি ইন্টারনেট চ্যাটবট প্লাটফর্ম। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবটটি চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)  নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান ওপেনএআই। ইন্টারনেট দুনিয়ায় চ্যাটজিপিটি এমনই এক প্রযুক্তির বিস্ময়, যেটি নিজে থেকেই কথোপকথন করতে সক্ষম। তাই এখন এটি সবচেয়ে আলোচিত বিষয়। 

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট-চ্যাট জেনারেটিভ প্রি-টেইন্ড ট্রান্সফর্মার বা চ্যাটজিপিটি। এই এআইটি গুগল’র মতো সার্চ করলে বেশ কিছু ওয়েব লিংক না দেখিয়ে সরাসরি প্রশ্নের উত্তর লিখে দেয়। ফলে চ্যাটজিপিটির মাধ্যমে প্রবন্ধ, কাভার লেটার, ছুটির আবেদন এমনকি ইউটিউব ভিডিও স্ক্রিপ্টও লিখিয়ে নেয়া যায়। 

এমন এক প্রযুক্তিকে ব্যবহার করা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে যেনো কৌতূহলের শেষ নেই। অনেকেই ব্যবহার করছেন। নতুন অভিজ্ঞতা নিচ্ছেন। 

আবার অনেকেই আছেন যারা চাইছেন অ্যাপটি ব্যবহার করতে কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় সেটি না জানার কারণে ব্যবহার করতে পারেছেন না। এমন প্রযুক্তিপ্রেমীদের জন্য এখানে অ্যাপটি ব্যবহারের কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি।

চ্যাটজিপিটি ব্যবহারকারীকে প্রথমে যেতে হবে ‘চ্যাটজিপিটি’ এর অফিশিয়াল ওয়েবসাইটের এই ঠিকানায়। গুগলে চ্যাটজিপিটি লিখে সার্চ করলে এই লিংকে প্রবেশ করতে হবে। অথবা সরাসরি ব্রাউজারে টাইপ করেও চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে এই ওয়েবসাইটে আপনাকে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া এই চ্যাটবট ব্যবহার করা যাবে না। 

ওয়েবসাইটের হোম পেজ খোলার পর আপনি ‘লগইন’ ও ‘সাইন আপ’ দুটি অপশন দেখতে পাবেন। আপনাকে সাইনআপ অপশনে ক্লিক করতে হবে। কারণ আপনি প্রথমবারের মতো আপনার অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন।

চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে ই-মেইল ইনপুট দিতে পারবেন। অথবা, ‘Continue with Google’ বা ‘Continue with Microsoft Account’-এ ক্লিক করে সহজেই আপনার সংশ্লিষ্ট ই-মেইল আইডি সংযুক্ত একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন চ্যাটজিপিটিতে।

‘Continue with Google’- এ ক্লিক করলে আপনার ব্রাউজারে যে জিমেইল আইডিগুলো লগইন করা আছে, সেগুলো দেখতে পাবেন। আপনি যে জিমেইল আইডি ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রবেশ করতে চান, তার ওপর ক্লিক করুন।

এরপর আপনি যে প্রথম বক্সটি দেখতে পাবেন, সেখানে আপনার নাম এবং পরের বক্সে আপনাকে ফোন নম্বর লিখতে হবে। এরপর Continue বাটনে ক্লিক করতে হবে। যে ফোন নম্বরটি দিয়েছেন, তাতে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। পাসওয়ার্ডটিকে এবার স্ক্রিনে প্রদর্শিত বক্সে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করুন।

ফোন নম্বর যাচাই করার পরে চ্যাটজিপিটিতে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার চ্যাটজিপিটির উইন্ডোতে প্রবেশের পর আপনি যা জানতে চান, তা চ্যাটবক্সে লিখে ফেলুন!


সংবাদটি পঠিত হয়েছে: ৬১৬ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪