রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


টিপস

ফোনে প্রমোশনাল এসএমএস বন্ধ করবেন যেভাবে

প্রকাশ: ২ জুলাই ২০২৩, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এসব প্রমোশনাল এসএমএস বন্ধ কর‌তে এবং গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মোবাইল ফোন অপারেটরগুলো গ্রাহকদের প্রতিদিন বিভিন্ন ধরনের প্রমোশনাল এসএমএস পাঠিয়ে থাকে, যা একজন গ্রাহকের কখনো কখনো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে ফোনে এসব ক্যাম্পেইন বা প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায় আছে।

এসব প্রমোশনাল এসএমএস বন্ধ কর‌তে এবং গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় ‘ডু নট ডিস্টার্ব’ সেবা। এছাড়াও যে নম্বরে এসএমএস আসা বন্ধ করতে চান সেই নম্বর থেকে ডায়াল করুন গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৭*১*২*১#, রবি ও এয়ারটেল থেকে *৭#।  কিছুক্ষণ পরেই ফিরতি এসএমএসে ডু নট ডিস্টার্ব ফিচারটি সফলভাবে চালু হওয়া নিশ্চিতকরণ ম্যাসেজ পাবেন।

এরপর আর কোন অযাচিত এসএসএম আপনার মোবাইলে আসবে না। ব্যস্ততার সময় আর কোন বিরক্তিকর এসএমএস আপনার মনোযোগ নষ্ট করতে পারবে না।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৩৪ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪