রবিবার

ঢাকা, ১৫ জুন ২০২৫

সর্বশেষ


খবর

আইসিটি সাংবাদিকতায় পুরস্কার পেলেন ইমদাদুল হক

প্রকাশ: ১৮ মে ২০২৫, দুপুর ১১:২৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এস এম ইমদাদুল হকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগৃহীত

আইসিটি সাংবাদিকতায় দুই যুগ ধরে সম্পৃক্ত ইমদাদুল হক। তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য, আইসিটি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্য এবং সাইবার ক্রাইম অ্যাওয়ার্নেস ফাউন্ডেশনের (সিক্যাফ) সহপ্রতিষ্ঠাতা।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পেলেন ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে ১৭ মে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এই পুরস্কার পেয়েছেন তিনি। দিবসটি উপলক্ষে রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে গতকাল শনিবার তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে হ্যাকাথন বিজয়ী পাঁচটি দল ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী চারটি দল, তিন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনটিসহ মোট ১০টি পুরস্কার দেওয়া হয়।

এদের মধ্যে ব্যক্তিশ্রেণিতে পুরস্কারপ্রাপ্ত তিনজন হলেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার এ মামুন এবং ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক।

আইসিটি সাংবাদিকতায় দুই যুগ ধরে সম্পৃক্ত ইমদাদুল হক। তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য, আইসিটি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্য এবং সাইবার ক্রাইম অ্যাওয়ার্নেস ফাউন্ডেশনের (সিক্যাফ) সহপ্রতিষ্ঠাতা।

সংবাদটি পঠিত হয়েছে: ৯২ বার

এ সম্পর্কিত আরও খবর