রবিবার

ঢাকা, ১৫ জুন ২০২৫

সর্বশেষ


খবর

বিশ্বের প্রথম এআই ক্লিনিক সৌদি আরবে

প্রকাশ: ১৮ মে ২০২৫, দুপুর ১:২৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সৌদি আরবে বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু। সংগৃহীত

ক্লিনিকে এসে রোগীরা একটি ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে ‘ড. হুয়া’ নামের একজন এআই চিকিৎসকের কাছে তাদের উপসর্গগুলো বর্ণনা করবেন। ড. হুয়া একজন অভিজ্ঞ চিকিৎসকের মতোই বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং মানুষের সহায়তায় নেওয়া ডেটা ও ছবি বিশ্লেষণ করে দেখবে।

বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করা হয়েছে সৌদি আরবে। ক্লিনিকটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে রোগীদের রোগ নির্ণয় করা হবে। চীনের চিকিৎসাপ্রযুক্তি প্রতিষ্ঠান সিনিই এআইয়ের সঙ্গে সৌদি আরবের আলমুসা হেলথ গ্রুপ যৌথভাবে আল-হাসা প্রদেশে গত মাসে পরীক্ষামূলক কর্মসূচিটি শুরু করেছে। লিডার্স ম্যাগাজিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এআই ক্লিনিকের উদ্দেশ্য  মূলত রোগ নির্ণয় এবং চিকিৎসার প্রাথমিক পর্যায়ে মানব চিকিৎসকের বদলে এআইয়ের সাহায্য নেওয়া। তবে ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা হিসেবে এআই ক্লিনিকে এখনও মানুষ যুক্ত আছে।

সাংহাই-ভিত্তিক সিনিই এআই এক বিবৃতিতে বলেছে, “এআই ক্লিনিক একটি উদ্ভাবনী স্বাস্থ্যসেবা ব্যবস্থা যেখানে এআই চিকিৎসকরা প্রশ্ন জিজ্ঞাসা থেকে শুরু করে ব্যবস্থাপত্র লেখা পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা কার্যক্রম নিজে নিজে করে এবং মানব চিকিৎসক রোগ নির্ণয় ও চিকিৎসার ফলাফল পর্যালোচনার জন্য ‘সেফটি গেটকিপার’ হিসেবে কাজ করেন।”

যেভাবে কাজ করে এআই ক্লিনিক

ক্লিনিকে এসে রোগীরা একটি ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে ‘ড. হুয়া’ নামের একজন এআই চিকিৎসকের কাছে তাদের উপসর্গগুলো বর্ণনা করবেন। ড. হুয়া একজন অভিজ্ঞ চিকিৎসকের মতোই বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং মানুষের সহায়তায় নেওয়া ডেটা ও ছবি বিশ্লেষণ করে দেখবে।

রোগীর সঙ্গে আলাপ-আলোচনা শেষে ড. হুয়া চিকিৎসাপদ্ধতি ঠিক করে দেয়। সেটি একজন মানব চিকিৎসক পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর অনুমোদন করেন। এআই যেসব জরুরি পরিস্থিতি সামলাতে পারে না, সেসব ক্ষেত্রে মানব চিকিৎসক কাজ করেন।

চিকিৎসায় এআই ব্যবহার নতুন নয়। আগের পদ্ধতিগুলোর সঙ্গে এআই ক্লিনিকের পার্থক্য নিয়ে সিনিই এআইয়ের প্রধান নির্বাহী জাং শাওডিয়ান বলেছেন, “এআই অতীতে চিকিৎসকদের সহায়তা করত, কিন্তু এখন আমরা সরাসরি রোগীদের রোগ নির্ণয় এবং চিকিৎসা করার চূড়ান্ত ধাপে যাচ্ছি।”

বর্তমানে ক্লিনিকটির এআই চিকিৎসক কেবল শ্বাসকষ্টজনিত রোগে পরামর্শ দিচ্ছে। এর মধ্যে হাঁপানি এবং ফ্যারিঞ্জাইটিসের মতো প্রায় ৩০টি রোগ আছে। সিনিই এআই তাদের প্রযুক্তির পরিধি আরও বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে বলে এনডিটিভি খবরে বলা হয়েছে। এখন শ্বাসতন্ত্র, পাকতন্ত্র এবং চর্ম সংক্রান্ত ৫০টি নতুন রোগ অন্তর্ভুক্ত করার লক্ষ্য তাদের।

এই পরীক্ষামূলক কর্মসূচির রোগ নির্ণয়ের তথ্য সৌদি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং ১৮ মাসের মধ্যে অনুমোদন পাবে বলে আশা ক্লিনিক কর্তৃপক্ষের। সিনিই এআই জানিয়েছে, এর আগে পরীক্ষার সময় প্রযুক্তিটির ত্রুটির হার ছিল ০.৩ শতাংশ।

সংবাদটি পঠিত হয়েছে: ১১৬ বার

এ সম্পর্কিত আরও খবর