রবিবার

ঢাকা, ১৫ জুন ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

দেশের বাজারে আসছে অনার ৪০০ সিরিজ

প্রকাশ: ১৮ মে ২০২৫, বিকাল ৫:৩৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: অনার ৪০০ সিরিজ

অনার ৪০০ সিরিজে প্রাইমারি ক্যামেরার সঙ্গে ৩০ গুণ জুমের টেলিফটো শুটিং সুবিধাও রয়েছে

দেশের বাজারে ২৫ মে ‘অনার ৪০০ সিরিজ’ চালু করবে প্রযুক্তি ব্র্যান্ড অনার। এআই-সমর্থিত ক্যামেরা সিস্টেমের সাহায্যে এতে স্মার্টফোন ফটোগ্রাফি আরও উন্নত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনার ৪০০ সিরিজে ১/১.৪-ইঞ্চি সেন্সর এবং এফ/১.৯ অ্যাপারচারের ২০০ মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরার পারফরম্যান্স বাড়াতে এই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) যুক্ত করা হয়েছে। এছাড়া, ওয়াইড-অ্যাঙ্গেল ছবি এবং ক্লোজ-আপ শট নেওয়ার জন্য এই সিরিজে আছে ১২ মেগাপিক্সেলের ১১২ আল্ট্রা-ওয়াইড ও ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা।

অনার ৪০০ সিরিজে প্রাইমারি ক্যামেরার সঙ্গে ৩০ গুণ জুমের টেলিফটো শুটিং সুবিধাও রয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ১৩৩ বার