দারাজ ১১.১১ ক্যাম্পেইনে বিক্রিতে রেকর্ড রিয়েলমি সি৩৩
প্রকাশ: ১১:০২ মিঃ, নভেম্বর ১৫, ২০২২
১১ নভেম্বর দারাজ ক্যাম্পেইনে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের রেকর্ড করেছে এন্ট্রি লেভেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন রিয়েলমি সি৩৩।
দারাজ ১১.১১ ক্যাম্পেইনে স্মার্টফোন বিক্রিতে অবিস্মরণীয় রেকর্ড গড়েছে ব্র্যান্ড রিয়েলমি সি৩৩।
১১ নভেম্বর দারাজ ক্যাম্পেইনে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের রেকর্ড করেছে এন্ট্রি লেভেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন রিয়েলমি সি৩৩। ক্যাম্পেইন উপলক্ষে মোট ৩ হাজার রিয়েলমি সি৩৩ স্মার্টফোন বিক্রি করে এ রেকর্ড গড়েছে। ক্যাম্পেইনে রিয়েলমি আয়োজন করেছিল ‘ইচ্ছা পূরণের দিন’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন।
রিয়েলমি সি৩৩: ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও ৮.৩ মিলিমিটার আলট্রা-স্লিম বডির সঙ্গে বাউন্ডলেস সি ডিজাইন এই ফোনকে করেছে অনেক বেশি ট্রেন্ডি ও ফ্যাশনেবল। মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট এই ফোনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা। নিরবচ্ছিন্ন ভিডিও ও কনটেন্ট ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিত করতে আছে ৫,০০০ এমএএইচ সুবিশাল ব্যাটারি। সঙ্গে থাকছে আলট্রা ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সুপার ফাস্ট ইউএফএস ২.২ স্টোরেজ সিস্টেম।
অ্যাকুয়া ব্লু এবং নাইট সি এই দুইটি রঙে বাজারে এসেছে রিয়েলমি সি৩৩।
সংবাদটি পঠিত হয়েছে: ১৮২ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।