একটি ডিভাইস যুক্ত করবে দুটি ডিভাইস কে

প্রকাশ: ০৮:১৮ মিঃ, নভেম্বর ১৬, ২০২২
Card image cap
ছবি:

ধীরে ধীরে হোয়াটস অ্যাপ নতুন নতুন ফিচার তৈরি করে ব্যবহারকারীদের সুবিধা বাড়াচ্ছে। ইতিমধ্যে তারা মোবাইল এবং কম্পিউটার কে একত্রে যুক্ত করার ঘোষণা দিয়েছিল, এবার একটি একাউন্টকে মোবাইল এবং ট্যাবলেট দুই মাধ্যমে যুক্ত করার সুযোগ দিল হোয়াটস অ্যাপ।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

ধীরে ধীরে হোয়াটস অ্যাপ নতুন নতুন ফিচার তৈরি করে ব্যবহারকারীদের সুবিধা বাড়াচ্ছে। ইতিমধ্যে তারা মোবাইল এবং কম্পিউটার কে একত্রে যুক্ত করার ঘোষণা দিয়েছিল, এবার একটি একাউন্টকে মোবাইল এবং ট্যাবলেট দুই মাধ্যমে যুক্ত করার সুযোগ দিল হোয়াটস অ্যাপ।

খুব শীঘ্রই দুটি আলাদা ফোন থেকে একটি অ্যাকাউন্ট এবং ম্যাসেজিং অ্যাপ ব্যবহারের সুবিধা আসছে। ভবিষ্যতের জন্য হোয়াটস অ্যাপ তাদের বেটা টেস্টিং প্রসেসও শুরু করেছে। 

এই সুবিধা শুধুমাত্র অ্যান্ড্রয়েট ব্যবহারকারীদের জন্য। তবে যদি বেটা সংস্করণে প্রবেশের সুযোগ থাকে তাহলে হোয়াটস অ্যাপ আপনাকে বলছে তাদের অপ্রকাশিত সংস্করণ 2.22.24.18 ইনস্টল করার জন্য যা আপনাকে দুটি ডিভাইস একত্রে সংযুক্ত করার সুযোগ দিবে।

ট্যাবলেটসের নাম অবশ্য দীর্ঘদিন ধরেই হোয়াটস অ্যাপের এজেন্ডায় উচ্চারিত হয়ে আসছিল কিন্তু একইসাথে দুইটি ফোনে একটি অ্যাকাউন্ট ব্যবহার করা সত্যিই বিস্ময়কর তবে নি:সন্দেহে সবাই এই পদক্ষেপকে স্বাগত জানাবে।

এছাড়া হোয়াটস অ্যাপ তাদের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট গুলো ট্যাবলেটে সংযুক্ত করার সুযোগ দিচ্ছে। এজন্য ডিভাইসের লিঙ্ক সেকশনে গিয়ে স্লেটের কিউআর কোডটি স্ক্যান করলেই কাঙ্ক্ষিত ডিভাইসে প্রবেশের অনুমতি মিলবে।

সংবাদটি পঠিত হয়েছে: ১৪৬ বার