সিগেট এর সর্বোচ্চ ধারণ ক্ষমতার নাস হার্ডড্রাইভ এখন বাজারে
প্রকাশঃ ১১:০২ মিঃ, সেপ্টেম্বর ১, ২০১৮
বিশ্বখ্যাত সিগেট ব্রান্ডের সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন নাস- IRON WOLF হার্ড ড্রাইভ বাংলাদেশের বাজারে বাজারজাত করছে UCC । ১২টিবির সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন এই নাস সাটা ইন্টারফেস হার্ডড্রাইভটিতে রয়েছে SATA 6Gb/s ইন্টারফেস ও ২৫৬ Cash Memory, এছাড়াও এই হার্ডড্রাইভটির রয়েছে ৭২০০ আরপি এম ও মাল্টি ইউজার টেকনোজলি সাথে RAID Support এর সুবিধা। ১-৮ 1-8 Bays Supported এই হার্ডড্রাইভ টিতে গ্রাহকেরা পাবেন ৩ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা।
ইউসিসি’র মাধ্যমে বাজারজাতকৃত সিগেট এর এই পণ্য ছাড়াও সিগেট BARACODA-Desktop, FIRCUDA Gaming, SKYHALK-Surveillince এর অন্যান্য হার্ডড্রাইভ পাওয়া যাচ্ছে দেশের সকল ইউসিসি নির্ধারিত ডিলার শপে। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.ucc-bd.com অথবা ফোন করুন: ৮৮০-১৮৩৩৩৩১৬০১-১৭ নম্বরে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৮৭৯ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে