পঞ্চম শিল্প বিপ্লবের জন্য নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জনের আহ্বান মোস্তাফা জব্বারের

প্রকাশ: ১০:৫৮ মিঃ, নভেম্বর ২১, ২০২২
Card image cap
ছবি:

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল দক্ষতা বাড়াতে প্রচলিত শিক্ষাকে ডিজিটাল শিক্ষায় রূপান্তর করা অপরিহার্য। তাই শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে পঞ্চম শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন মোস্তাফা জব্বার।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল দক্ষতা বাড়াতে প্রচলিত শিক্ষাকে ডিজিটাল শিক্ষায় রূপান্তর করা অপরিহার্য। তাই শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে পঞ্চম শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন মোস্তাফা জব্বার।

আজ সোমবার ঢাকায় ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান মন্ত্রী।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. ওমর ফারুক। সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিকের অধ্যক্ষ কে এম হাসান রিপন। এ সময় ড্যাফোডিল পলিটেকনিকের ঊর্ধ্বতন কর্মকর্তা,শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগাযোগ মন্ত্রী মিশ্র শিক্ষা পদ্ধতিকে করোনা পরবর্তী সময়ের এক্সারসাইজ উল্লেখ করে বলেন, অনলাইন শিক্ষা প্রসারিত না হলে দুর্যোগে বিপদ অনিবার্য।  বাংলাদেশ করোনাকালে শিক্ষাসহ জীবনযাত্রা সচল রাখতে যে সফলতা দেখিয়েছে তা উন্নত দেশেও করতে পারেনি। 

২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় দ্রুতগতির ইন্টারনেট পৌছে দেওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে  বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। দেশে বর্তমানে ৩৮৪০ জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে এবং ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। 

মন্ত্রী শিক্ষার ডিজিটার রূপান্তরে ড্যাফোডিলের ভূমিকার প্রশংসা করেন এবং অন্যরাও ডেফডিলের পথে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের শিক্ষাপদ্ধতিকে তথ্যপ্রযুক্তির আলোকে সামঞ্জস্য করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট (ডিপিআই)। যা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিকাশে, দক্ষতা ও মেধা যাচাইয়ের মাধ্যমে আর্ন্তজাতিক পর্যায়ে নিজেদের আত্বপ্রকাশে সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো ডিসিএল ব্রান্ডের অত্যাধুনিক ল্যাপটপ। 

সংবাদটি পঠিত হয়েছে: ১৩২ বার