বাংলাদেশে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন

প্রকাশ: ০৮:১২ মিঃ, নভেম্বর ২২, ২০২২
Card image cap

এই প্রথমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সামিট (আইডব্লিউইএস) ২০২২। আগামী ২৩ ও ২৪ নভেম্বর, বুধ এবং বৃহস্পতিবার দুইদিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

এই প্রথমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সামিট (আইডব্লিউইএস) ২০২২। প্রায় ৪ হাজার নারী উদ্যোক্তারা দুই দিনের এই সম্মেলনে যোগ দিবেন। 

এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় এবং বৈশ্বিক উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপন।  

আগামী ২৩ ও ২৪ নভেম্বর, বুধ এবং বৃহস্পতিবার দুইদিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার ২৩ নভেম্বর সকাল ১০টায় হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি সন্মেলন উদ্বোধন ঘোষণা করবেন।  

আজ (২২ নভেম্বর) ঢাকায় বিডা কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জানানো হয়, বিশ্বের ৫০ টি দেশ থেকে প্রায় ৪০০০ নারী উদ্যোক্তা, পেশাজীবী এবং বিশেষজ্ঞ এই সামিটে অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে প্রায় ১০০ জন সফল নারী উদ্যোক্তা রয়েছেন।  

অনুষ্ঠানে ব্যাক্তিগতভাবে এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের নারী উদ্যোক্তার যোগদান করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এফবিসিসিআই-এর সভাপতি  মো. জসিম উদ্দিন, উইমেনস ইন্ডিয়ান চেম্বার অফ কর্মাসের সভাপতি ড. হারবীন অরোরা রাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। 

অনু্ষ্ঠানের আয়োজক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ- ইন্ডিয়া বিসনেস কাউন্সিল (বিআইবিসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিআইডিএ)। 

দেশীয় নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক নারী উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিআইবিসি সভাপতি মানতাশা আহমেদ বলেন, "সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই নারী উদ্যোক্তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হবে।

সংবাদটি পঠিত হয়েছে: ১১১ বার

সম্পর্কিত পোস্ট