ডিসেম্বরে বাজারে আসছে টেকনো ফ্যানটম এক্স টু সিরিজ

প্রকাশ: ১১:২৬ মিঃ, নভেম্বর ২৩, ২০২২
Card image cap

মোবাইলপ্রেমীদের জন্য টেকনো ফ্যানটম এক্স টু সিরিজের দুইটি ফোন বাজারে আসতে চলেছে ডিসেম্বরের ৭ তারিখে। এর একটি ফ্যানটম এক্স টু এবং অপরটি ফ্যানটম এক্স টু প্রো।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

মোবাইলপ্রেমীদের জন্য টেকনো ফ্যানটম এক্স টু সিরিজের দুইটি ফোন বাজারে আসতে চলেছে ডিসেম্বরের ৭ তারিখে। এর একটি ফ্যানটম এক্স টু এবং অপরটি ফ্যানটম এক্স টু প্রো।

টেকনো ফ্যানটম এক্স টু সিরিজের মডেলগুলির বিশেষ বৈশিষ্ট্য হলো, উন্নত ইমেজ-ক্যাপচারিং ক্ষমতা। এর মাল্টি এক্সপোজার এবং এইচডিআর শুটিং মোড স্বল্প আলোতে ঝকঝকে ছবি তুলতে সক্ষম।

একই ফোনে আছে তিন রকমের চিপ এগুলো হলো A710 কোরস, ২.৩৫ গিগা হার্টজ, ১.৮ গিগা হার্টজ। এই চিপ ব্যাটারি কে লো পাওয়ার কনজাম্পশন এবং দীর্ঘস্থায়ী নিশ্চয়তা দিবে।

এর ৮ জিবি র‌্যামের সাথে আরো ৫ জিবি র‌্যাম যুক্ত করা যাবে। এর স্টোরেজ ২৫৬ জিবি। দ্রুত চার্জ নেয়ার ক্ষমতা রয়েছে এই ফোনের।

সংবাদটি পঠিত হয়েছে: ৯৩ বার