টুইটারের মাল্টিকালারড ভেরিফিকেশন চালু হবে আগামী সপ্তাহে

প্রকাশ: ০৯:৫২ মিঃ, নভেম্বর ২৫, ২০২২
Card image cap
ছবি:

টুইটারের প্রথম ভেরিফিকেশন সিস্টেম “power to the people” সফল হয় নি, ইলন মাস্ক এবার নতুন ভেরিফিকেশন পদ্ধতির ঘোষণা দিলেন। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে টুইটারের নতুন মাল্টিকালারড ভেরিফিকেশন।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

টুইটারের প্রথম ভেরিফিকেশন সিস্টেম “power to the people” সফল হয় নি, ইলন মাস্ক এবার নতুন ভেরিফিকেশন পদ্ধতির ঘোষণা দিলেন। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে টুইটারের নতুন মাল্টিকালারড ভেরিফিকেশন।

টুইটারের মালিক বলেছেন, এই স্কিমের অধীনে বেসরকারি সংস্থাগুলি একটি গোল্ড চেকমার্ক পাবে, সরকারি কর্মকর্তারা পাবেন একটি গ্রে চেকমার্ক এবং ব্লু চেকমার্ক সাধারণ ব্যবহারকারীদের জন্য এমনকি তারা সেলিব্রিটি না হলেও ব্লু চেকমার্ক পাবে। তার মানে যারা প্রতি মাসে ৮ ডলারের পেইড প্ল্যান কেনেন তাদের এ্যাকাউন্টের পাশে থাকবে ব্লু চেকমার্ক।

মাস্ক আরো বলেন, নতুন ভেরিফিকেশন সিস্টেম চালু না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি ম্যানুয়ালি ভেরিফিকেশনের কাজ করবে। টুইটার ব্লু গ্রাহকরা একটি ব্লু চেকমার্ক পাবেন বলে তিনি আসলে কী বোঝাতে চাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। শুধু তাই নয়, ভুয়া এ্যাকাউন্ট এবং স্প্যাম তাড়াতে তিনি কর্মীদের খুব চাপের মধ্যে রেখেছেন কারণ ভেরিফিকেশনের কাজটি তাদের এখন ম্যানুয়ালি করতে হচ্ছে। সূত্র: টেকক্রাঞ্চ। 

সংবাদটি পঠিত হয়েছে: ১৩২ বার