প্রোটন মেইল যেন জি মেইলের প্রতিচ্ছবি

প্রকাশ: ১০:১৭ মিঃ, নভেম্বর ২৬, ২০২২
Card image cap
ছবি:

সম্প্রতি সুইস কোম্পানি প্রোটন মেইল এবং ক্যালেন্ডার তাদের হালনাগাদ করণের কাজ শুরু করতে যাচ্ছে। সেখানে তারা তাদের মেইলকে বর্তমান বিশ্বে বহুল জনপ্রিয় জি মেইলের আদলে বিন্যস্ত করতে যাচ্ছে।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

সম্প্রতি সুইস কোম্পানি প্রোটন মেইল এবং ক্যালেন্ডার তাদের হালনাগাদ করণের কাজ শুরু করতে যাচ্ছে। সেখানে তারা তাদের মেইলকে বর্তমান বিশ্বে বহুল জনপ্রিয় জি মেইলের আদলে বিন্যস্ত করতে যাচ্ছে।

যদিও এই কয় বছরে প্রোটন তাদের ক্লাউড স্টোরেজ এবং ভিপিএনস অনেক সম্প্রসারিত করেছে তারপরও তাদের মূল লভ্যাংশ আসে ই মেইল থেকে। প্রাইভেসি এবং পরিপ্রেক্ষিতের দিক থেকে প্রোটন নিজেদের গুগলের এন্টিথিসিসে পরিণত করেছে।

সম্প্রতি কোম্পানিটি তাদের ভবিষ্যত রোডম্যাপ প্রকাশ করেছে যেখানে প্রোটনের ই মেইলে ফিচারগুলো এমনভাবে সাজানো হচ্ছে যা দেখলে জি মেইলের কথা স্মরণ করিয়ে দিবে।

সারা বিশ্বব্যাপী গুগলে সবচেয়ে জনপ্রিয় ফিচার হলো এর জি মেইল। ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে জি মেইল হলো সবচেয়ে বেশি সুবিধা সম্পন্ন সহজে ব্যবহারযোগ্য একটি ই মেইল। জি মেইল ইতিমধ্যেই তার ব্যবহারকারীর জন্য অনেক নতুন নতুন ফিচার যেমন গুগল ড্রাইভ, এর আলাদা ট্যাব খুলে সার্চ সুবিধাসহ আরো নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে। 

এটি মাথায় রেখে, ভবিষ্যতে প্রোটন মেইল অনুরূপ ফিচার অফার করবে। তবে প্রোটনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে প্রোটন কিভাবে ব্যবহারকারীদের ডেটা প্রাইভেসির সাথে আপোষ না করে এইসব ফিচার বানাবে, তারমানে প্রোটনকে অবশ্যই স্ক্যানিং এর উপর ভরসা করতে হবে। 

তবে কোম্পানিটি বলছে, তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ব্যবহারকরীদের ডেটা নিয়ে কাজ করবে।

তাই  যারা জি মেইল ব্যতীত অন্য কোন মেইলে স্থানান্তরিত হতে চাইছেন, নি:সন্দেহে প্রোটন তাদের জন্য খুব ভাল একটি অপশন হতে যাচ্ছে। সূত্র: টেকক্রাঞ্চ

সংবাদটি পঠিত হয়েছে: ১৩২ বার