এসার ল্যাপটপ এর সাথে ওয়ালেট উপহার
প্রকাশ: ০১:৪৩ মিঃ, অক্টোবর ৮, ২০১৮
এসার ল্যাপটপের বিশেষ মডেলে স্পেশাল গিফট অফার ঘোষনা দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। উক্ত অফারের আওতায় এসার ই৫-৫৭৬ মডেলের কোর আই থ্রি ল্যাপটপ কিনলেই ক্রেতাগন পাবেন একটি আকর্ষনীয় চামড়ার ওয়ালেট। ইন্টেল ৭ম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ২.৭ গিগাহার্জ প্রসেসর ক্লক স্পীড, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ১ টেরাবাইট হার্ডড্রাইভ এবং ৪ জিবি ১৬০০ মেগাহার্জ ডিডিআর ফোর র্যাম। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৫০০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৭৭৭৩৪২৩২।
সংবাদটি পঠিত হয়েছে: ৩৯৬৩ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।