অ্যাপলের শেয়ারে ১.৪ শতাংশ দরপতন
প্রকাশঃ ০১:১৫ মিঃ, নভেম্বর ২৯, ২০২২
ইতিমধ্যেই আইফোন ১৪ এর প্রো সংস্করণ তৈরিতে বেকায়দায় অবস্থানে পৌঁছেছে অ্যাপল। হাজারো কর্মী কর্মবিরতিতে থাকায় এবং চীনে কোভিড-১৯ এর প্রভাবে নভেম্বরে প্রত্যাশিত সরবরাহ দিতে পারবে না ফক্সকন।
চীনে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় শ্রমিক বিদ্রোহের জেরে সোমবার অ্যাপলের শেয়ারে ১.৪ শতাংশ দরপতন হয়েছে। এছাড়া আইফোন তৈরিতেও বড় ধরণের ধাক্কা খাবে প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ইতিমধ্যেই আইফোন ১৪ এর প্রো সংস্করণ তৈরিতে বেকায়দায় অবস্থানে পৌঁছেছে অ্যাপল। হাজারো কর্মী কর্মবিরতিতে থাকায় এবং চীনে কোভিড-১৯ এর প্রভাবে নভেম্বরে প্রত্যাশিত সরবরাহ দিতে পারবে না ফক্সকন।
ব্লুমবার্গ নির্ভরযোগ্য এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উৎপাদন জটিলতার কারণে চলতি বছরে ৬০ লাখ আইফোন প্রো ইউনিট সরবরাহ সংকটে পড়বে অ্যাপল।
সরবরাহ কম থাকায় ব্ল্যাক ফ্রাইডের সময় অধিকাংশ আগ্রহী ক্রেতা হাই-এন্ড আইফোন কিনতে পারেননি। সামনে হলিডেতেও এই সংকট অব্যহত থাকতে পারে।
এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ, করোনা মহামারি ৩ বছরের কাছাকাছি হলেও এখনও চীনে হু হু করে বাড়ছে সংক্রমণ। করোনাভাইরাস সংক্রমণ গত কয়েকদিনে কয়েক দফা বেড়ে গেছে দেশটিতে।করোনা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জিরো কোভিড নীতির বিরুদ্ধে একত্র হয়েছেন দেশটির সাধারণ মানুষ। সপ্তাহজুড়ে দেশটির বাণিজ্যিক হাব সাংহাইসহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। রাস্তায় নেমে আন্দোলনে যোগ দিয়েছেন করোনা বিধিনিষেধ বিরোধীরা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৬৬ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে