আর্জেন্টিনার অফিশিয়াল ফুটবল পেজে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইট

প্রকাশ: ১০:৫০ মিঃ, ডিসেম্বর ২, ২০২২
Card image cap
ছবি:

‘Seleccion Argentina’ নামক আর্জেন্টিনার ফুটবলের অফিশিয়াল টুইটার আইডি বাংলাদশকে ধন্যবাদ জানিয়েছে।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

বিশ্বকাপ উত্তেজনায় আছে গোটা বিশ্ব। সেখানে বাংলাদেশ বিভক্ত আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থনে। 

মধ্যপ্রাচ্যে বসা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা এরই মধ্যে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। আর্জেন্টিনার এই অসাধারণ নৈপুণ্যে সে দেশের মানুষদের চেয়েও যেন বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো। বিশ্বের চোখে বাংলাদেশে মেসিদের সমর্থকরা তাক লাগিয়ে দিয়েছে। এবার বাংলাদেশকে সেই অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে টুইট করেছে আর্জেন্টিনার ফুটবলের অফিশিয়াল টুইটার আইডি।

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দারুণ পারফরম্যান্সে আবারও প্রাণ ফিরে পায় বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। পোল্যান্ডের বিপক্ষে সেটা যেন বাঁধভাঙা উল্লাসে পরিণত হয়। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আর্জেন্টাইন সমর্থকরা বড় পর্দায় খেলা দেখার আয়োজন করছে। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

সেই অনির্বচনীয় ও অকৃত্রিম ভালোবাসার প্রতিদান দিয়ে এবার ‘Seleccion Argentina’ নামক আর্জেন্টিনার ফুটবলের অফিশিয়াল টুইটার আইডি বাংলাদশকে ধন্যবাদ জানিয়েছে।

সেখানে লেখা হয়েছে- ‘ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য। তারাও আমাদের মত পাগল সমর্থক’।

নিশ্চয়ই আর্জেন্টিনার ফুটবল পেজের এ টুইট বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের আরও একতাবদ্ধ করবে।  

সংবাদটি পঠিত হয়েছে: ১২৮ বার