ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য জব প্লেসমেন্ট সেল গঠন
প্রকাশ: ১০:২১ মিঃ, অক্টোবর ৯, ২০১৮
৮ই অক্টোবর ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের চাকরির সুযোগ তৈরির উদ্দেশ্যে এবং আতœ উন্নয়নের লক্ষে Job Placement Cell এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।বাংলাদেশের প্রথম জব পোর্টাল Skill.jobs এর সহায়তায় জব প্রত্যাশীগন পাবে তাদের কাঙ্খিত জব এবং জব দাতাগন পাবে তাদের প্রত্যাশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার । এছাড়াও চলমান শিক্ষার্থীদের জন্য থাকছে পার্টটাইম ও ভলেন্টিয়ার জবের সুবিধা। Job Placement Cell এবং Skill.jobs এ শিক্ষার্থীরা তাদের সিভিগুলি পাঠিয়ে পেয়ে যেতে পারে তাদের কাঙ্খিত জব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থিত ছিলেন কে এম হাসান রিপন, উপদেষ্টা, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট, ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম, অধ্যক্ষ, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট, অপারেশনাল ম্যানেজার Skill.jobs আব্দুল্লাহ আল মামুন বাদশা ।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-কর্মকতা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছে: ১৪৫১ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

একজন অকুতোভয় শব্দসৈনিক কল্যাণী ঘোষ
বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ। বাবার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বীনাজুরী গ্রামে হলেও ১৯৪৬ সালের ৫ মে তার জন্ম বন্দরনগরীর রহমতগঞ্জের প্রবাল চৌধুরী সড়কের দেওয়ানজী পুকুর লেনে। শৈশব থেকেই পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন তিনি। মাত্র ৫ বছর বয়স থেকে মা লীলাবতী চৌধুরীর কাছে সঙ্গীত, অভিনয় ও নৃত্যে শিক্ষা লাভ করেন। পরে উচ্চাঙ্গ সং