ইনফিনিক্স'র বিজয় অফার
প্রকাশঃ ০৬:১০ মিঃ, ডিসেম্বর ৩, ২০২২
বাংলাদেশের ৫১তম বিজয়ের মাস উদযাপনের জন্য বাই ওয়ান গেট ওয়ান অথবা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ দিচ্ছে ইনফিনিক্স। ইনফিনিক্স স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা এ বিজয় অফারটি ২০ ডিসেম্বর পর্যন্ত পাবেন। অফার চলাকালীন হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন ক্রয়ে বাই ওয়ান গেট ওয়ান অফারটি উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের ৫১তম বিজয়ের মাস উদযাপনের জন্য বাই ওয়ান গেট ওয়ান অথবা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ দিচ্ছে ইনফিনিক্স। ইনফিনিক্স স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা এ বিজয় অফারটি ২০ ডিসেম্বর পর্যন্ত পাবেন। অফার চলাকালীন হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন ক্রয়ে বাই ওয়ান গেট ওয়ান অফারটি উপভোগ করতে পারবেন।
অফারের বিজয়ী একটি ইনফিনিক্স হট ১২আই পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন। প্রতিদিন একটি হট ১২আই জেতার সুযোগ থাকবে, যা সঙ্গে সঙ্গেই বিজয়ীর হাতে তুলে দেয়া হবে। ইনফিনিক্সের ক্রেতারা বিজয় অফার এ পাবেন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেয়ার সুযোগ। এর জন্য তাদের ইনফিনিক্স হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন ক্রয় করতে হবে। অংশগ্রহণকারীদের প্রত্যেকেই নিশ্চিতভাবে বাই ওয়ান গেট ওয়ান অথবা ক্যাশব্যাক পাবেন। লটারির মাধ্যমে বিজয়ীদের ভাগ্য নির্ধারিত হবে।
ইনফিনিক্স হট ১২ সিরিজের ফোন ক্রয়ের পর ক্রেতাদের ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে ক্রেতারা দু’টি অফারের যেকোনো একটির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এসএমএসটি দেখানোর মাধ্যমে ক্রেতারা বিজয় অফার জিতে নিতে পারবেন। এসএমএস পাঠাবানে যেভাবে: INFINIX<স্পেস>আইএমইআই<স্পেস>শপ কোড। সব ইনফিনিক্স শপেও এই এসএমএস ফরম্যাট পাওয়া যাবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৫৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে