ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবে শীর্ষে রোনালদো, প্রিয়াঙ্কার অবস্থান ২৭ নম্বরে!

প্রকাশ: ০৮:১৩ মিঃ, ডিসেম্বর ৪, ২০২২
Card image cap
ছবি:

এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যাম, উইল স্মিথদের মতো তারকাকে পিছনে ফেলে, চলতি বছরে ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় ২৭ নম্বরে নাম রয়েছে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যাম, উইল স্মিথদের মতো তারকাকে পিছনে ফেলে, চলতি বছরে ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় ২৭ নম্বরে নাম রয়েছে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

ইনস্টাগ্রামে তার যে কোনও প্রচারমূলক পোস্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। প্রিয়াঙ্কার পরের স্থানেই রয়েছেন এমা ওয়াটসন। প্রতি পোস্টে তার আয় প্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা।

তবে গত বছরে এই তালিকার আরও উপরের দিকে ছিলেন প্রিয়াঙ্কা। ১৯ নম্বরে নাম ছিল তার। এই বছর সেই জায়গা নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলী। ভারতীয় অধিনায়কের প্রতি পোস্টের দাম দাম প্রায় ৫ কোটি ১০ লক্ষ টাকা।

ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসাবে নিরিখে তৈরি এই তালিকায় সারা বিশ্বে শীর্ষে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রতি পোস্টের দর প্রায় ১২ কোটি টাকা।


সংবাদটি পঠিত হয়েছে: ১৩০ বার