গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে টিকটক: এফবিআই
প্রকাশ: ০৯:৩৫ মিঃ, ডিসেম্বর ৪, ২০২২.jpg)
ক্রিস্টোফার রে বলেন, টিকটক এমন একটি সরকারের হাতে রয়েছে, যারা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান করে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জন্য উদ্বেগজনক অ্যাপ হচ্ছে টিকটক। এমন মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালাতে এ অ্যাপ ব্যবহৃত হতে পারে।
রোববার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনটিতে বলা হয়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে যান ক্রিস্টোফার রে। সেখানে তিনি বলেন, টিকটক এমন একটি সরকারের হাতে রয়েছে, যারা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান করে না।
‘ওই দেশটির লক্ষ্যই হলো যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থের বিরোধিতা করা। তাই, আমাদের সতর্ক হওয়া উচিত।’
গত মাসেই এফবিআই পরিচালক টিকটকের ঝুঁকি নিয়ে বলেছিলেন, চীন সরকার মার্কিন ব্যবহারকারীদের ডিভাইসগুলোকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে ভিডিও শেয়ারিংয়ের এ অ্যাপ ব্যবহার করতে পারে। এমনও হতে পারে, চীন সরকার লাখ লাখ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে টিকটক ব্যবহার করছে।
উল্লেখ, ২০১৬ সালে টিকটক চালু হওয়ার পর থেকেই, এটির নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। তাছাড়া ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে সর্বাধিক ডাউনলোডকৃত অ্যাপ ছিল টিকটক।
সংবাদটি পঠিত হয়েছে: ১২৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।