ডিজিআই'র মিনি থ্রি ড্রোন

প্রকাশ: ০৬:১৮ মিঃ, ডিসেম্বর ৫, ২০২২
Card image cap
ছবি:

ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মিনি থ্রি মডেলের ড্রোন বাজারে আনছে ডিজিআই। খবর: দ্য ভার্জ।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মিনি থ্রি মডেলের ড্রোন বাজারে আনছে ডিজিআই। খবর: দ্য ভার্জ। 

এই মিনি থ্রি প্রো মডেলের ড্রোনটির বৈশিষ্ট হলো, এটি সেন্সরের মাধ্যমে সামনে থাকা যেকোনো বাধা দূর থেকে শনাক্ত করে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে আকাশে ওড়ার সময় হঠাৎ সামনে পাখি চলে এলেও সংঘর্ষের আশঙ্কা নেই। পর্দাযুক্ত শক্তিশালী আরসি কন্ট্রোলার থাকায় সর্বোচ্চ ১০ কিলোমিটার দূর থেকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে ড্রোনটি।

জানা গেছে, তিনটি ব্যাটারির মাধ্যমে টানা ৩৪ মিনিট ওড়ানো যায় ড্রোনটি। ড্রোনটির মূল্য ৮৫০ ডলার।

সংবাদটি পঠিত হয়েছে: ১২৭ বার