হোয়াটসঅ্যাপে ভিডিও কল এবং অন্য অ্যাপ এক সাথে ব্যবহার করা যাবে
প্রকাশ: ০৭:০৬ মিঃ, ডিসেম্বর ৫, ২০২২
ভিডিও কলে কথা বলার সময় ফোনে অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের সুযোগ না থাকায় তথ্য আদান-প্রদানে অনেক সময় সমস্যা হয়। তাই সমস্যা সমাধানে ভিডিও কলে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।
ভিডিও কলে কথা বলার সময় ফোনে অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের সুযোগ না থাকায় তথ্য আদান-প্রদানে অনেক সময় সমস্যা হয়। তাই সমস্যা সমাধানে ভিডিও কলে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।
এ সুবিধা চালু হলে অন্য অ্যাপ বা ওয়েবসাইটে কাজ করার সময় হোয়াটসঅ্যাপের ভিডিও কলের ছবি ফোনের পর্দার এক পাশে দেখা যাবে। ফলে ভিডিও কলে কথা বলার সময় অন্য অ্যাপও ব্যবহার করা যাবে।
প্রাথমিকভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। নির্দিষ্টসংখ্যক আইফোন ব্যবহারকারীদের এ সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে ভিডিও কলের সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইটে থাকা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত সংগ্রহ করে অন্য ব্যক্তিদের জানানো যাবে।
আইফোনে ‘পিকচার-ইন-পিকচার’মোড সুবিধা চালুর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে। কবে নাগাদ এ সুবিধা চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সংবাদটি পঠিত হয়েছে: ১২৪ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।