লেন্স সুবিধা যুক্ত হলো গুগলের ট্রান্সলেট অ্যাপে

প্রকাশ: ০১:৫২ মিঃ, ডিসেম্বর ৭, ২০২২
Card image cap
ছবি:

গুগল তাদের ট্রান্সলেট অ্যাপ এ এনেছে গুগল লেন্স। সরাসরি অ্যাপ থেকে এই লেন্স ব্যবহার করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায় পড়া যাবে। অ্যান্ড্রয়েড এবং আইফেন উভয় অপারেটিং সিস্টেমে এ সুবিধা ব্যবহার করা যাবে।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

গুগল তাদের ট্রান্সলেট অ্যাপ এ এনেছে গুগল লেন্স। সরাসরি অ্যাপ থেকে এই লেন্স ব্যবহার করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায় পড়া যাবে। অ্যান্ড্রয়েড এবং আইফেন উভয় অপারেটিং সিস্টেমে এ সুবিধা ব্যবহার করা যাবে।

গুগল ট্রান্সলেট অ্যাপে প্রবেশ করলেই লেন্সের ক্যামেরা আইকন পাওয়া যাবে। আইকনে ক্লিক করে ফোনের ক্যামেরা দিয়ে লেখার ছবি তুলে নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। ছবিতে থাকা লেখা সহজে পছন্দের ভাষায় অনুবাদের জন্য ভাষা নির্বাচনের সুযোগও পাওয়া যাবে।

সূত্র: গুগল


সংবাদটি পঠিত হয়েছে: ১২৩ বার