লেন্স সুবিধা যুক্ত হলো গুগলের ট্রান্সলেট অ্যাপে
প্রকাশ: ০১:৫২ মিঃ, ডিসেম্বর ৭, ২০২২
গুগল তাদের ট্রান্সলেট অ্যাপ এ এনেছে গুগল লেন্স। সরাসরি অ্যাপ থেকে এই লেন্স ব্যবহার করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায় পড়া যাবে। অ্যান্ড্রয়েড এবং আইফেন উভয় অপারেটিং সিস্টেমে এ সুবিধা ব্যবহার করা যাবে।
গুগল তাদের ট্রান্সলেট অ্যাপ এ এনেছে গুগল লেন্স। সরাসরি অ্যাপ থেকে এই লেন্স ব্যবহার করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায় পড়া যাবে। অ্যান্ড্রয়েড এবং আইফেন উভয় অপারেটিং সিস্টেমে এ সুবিধা ব্যবহার করা যাবে।
গুগল ট্রান্সলেট অ্যাপে প্রবেশ করলেই লেন্সের ক্যামেরা আইকন পাওয়া যাবে। আইকনে ক্লিক করে ফোনের ক্যামেরা দিয়ে লেখার ছবি তুলে নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। ছবিতে থাকা লেখা সহজে পছন্দের ভাষায় অনুবাদের জন্য ভাষা নির্বাচনের সুযোগও পাওয়া যাবে।
সূত্র: গুগল
সংবাদটি পঠিত হয়েছে: ১২৩ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।