ডাকঘর ডিজিটাইজেশন সহযোগী হতে বাংলালিংকের আগ্রহ

প্রকাশ: ০৬:২৬ মিঃ, ডিসেম্বর ৭, ২০২২
Card image cap
ছবি:

ডাকঘর ডিজিটাইজেশন প্রক্রিয়ায় সহযোগী হতে এবং টেলিটকের টাওয়ার ও স্পেকট্রাম শেয়ারিং করতে আগ্রহ প্রকাশ করেছে ভিওন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংক।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

ডাকঘর ডিজিটাইজেশন প্রক্রিয়ায় সহযোগী হতে এবং টেলিটকের টাওয়ার ও স্পেকট্রাম শেয়ারিং করতে আগ্রহ প্রকাশ করেছে ভিওন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংক।

ভিওন গ্রুপের সিইও কান তারজিওগলু বুধবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সাথে তার দপ্তরে সৌজন‌্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে ভিওন গ্রুপ সিইও ৬ সদস‌্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন ভিওন গ্রুপের সহ প্রতিষ্ঠাতা আউগি কে ফাবেলা, বাংলালিংকের সিইও এরিক অস, চিফ কর্পোরেট অফিসার তৈমুর রহমান এবং পরিচালক মেহনাজ কবির।

বৈঠকে মোবাইল অপারেটরসমূহের মধ‌্যে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ, ডিজিটাল যোগাযোগ প্রযুক্তি বিকাশ, মানব সম্পদ উন্নয়ন, মোবাইল টাওয়ার শেয়ারিং এবং ডিজিটাল কমার্সের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে দেশব‌্যাপী ডাকঘরের বিশাল অবকাঠামো কাজে লাগানোর প্রয়োজনীয়তাসহ নিরবচ্ছিন্ন মোবাইল সেবা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশের ৯ হাজার ডাকঘরকে ডিজিটাইজ করতে চলমান কর্মসূচি তুলে ধরে বলেন, ডিজিটাল-কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশব্যাপী ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা কাজে লাগাতে আমরা নিরলসভাবে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ডিজিটাল যুগের উপযোগী ডাক ব্যবস্থা প্রতিষ্ঠায় ডাকঘর ডিজিটাইজেশনের পথনকশা তৈরি করছি। খুব শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে।

এ কাজে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করে বাংলালিংক। পাশাপাশি নিলামের মাধ‌্যমে স্পেকট্রাম বরাদ্দসহ মোবাইল সেবা সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ‌্যোগের প্রশংসা করেন ভিওন গ্রুপ সিইও কান তারজিওগলু।

জবাবে ডাকঘরকে ডিজিটাইজ করার প্রক্রিয়ায় বাংলালিংকের সহযোগিতার বিষয়টি যাচাই পূর্বক বিবেচনা করার আশ্বাস দেন মন্ত্রী। একইসাথে টেলিটকের টাওয়ার ও স্পেকট্রাম শেয়ারিংয়ের প্রস্তাবটিও বিবেচনায় নেয়ার কথা জানান।

তিনি বলেন, বাংলালিংক ও টেলিটকের অবকাঠামো পারস্পরিক শেয়ারিংয়ের ফলে উভয় প্রতিষ্ঠানেরই বিনিয়োগের দিক থেকে অনেক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। মন্ত্রী দেশে মোবাইল সেবায় বাংলালিংকের আরও বলিষ্ঠ ভূমিকার প্রত্যাশা করেন।

সংবাদটি পঠিত হয়েছে: ১২২ বার