টুইটারে ‘শ্যাডোব্যান’ সমাধানের প্রতিশ্রুতি মাস্কের
প্রকাশ: ০৯:৫৬ মিঃ, ডিসেম্বর ১০, ২০২২
এর মাধ্যমে একজন ব্যবহারকারী তার অ্যাকাউন্টের প্রকৃত অবস্থা জানতে পারবে। শ্যাডো ব্যানের বিষয়েও আপনি স্পষ্টভাবে জানতে পারবেন এবং এর কারণও জানতে পারবেন।
টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইটবার্তায় ব্যবহারকারীদের জন্য নতুন এক আপডেট নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দাবি করেছেন, এর মাধ্যমে একজন ব্যবহারকারী তার অ্যাকাউন্টের প্রকৃত অবস্থা জানতে পারবে। শ্যাডো ব্যানের বিষয়েও আপনি স্পষ্টভাবে জানতে পারবেন এবং এর কারণও জানতে পারবেন।
অর্থাৎ সবশেষ টুইটবার্তায় ইলন নিজেই নিশ্চিত করেছেন, ‘শ্যাডোব্যান’ বাস্তব ও এর অস্তিত্ব রয়েছে। তবে তিনি শ্যাডোব্যান রাখবেন বলে মনে হয় না। কারণ ইলন বরাবরই বাকস্বাধীনতার ওপর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং তিনি বরাবরই বলে আসছেন, টুইটারকে বাকস্বাধীনতার দুর্গে পরিণত করতে চান তিনি।
টুইটারের শীর্ষ আইনজীবী জিম বেকারকে এই সপ্তাহের শুরুতেই বরখাস্ত করেছিলেন মাস্ক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অনুমোদন ছাড়াই শ্যাডোব্যান প্রক্রিয়াটি ধরে রেখেছিলেন।
রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি টুইটারের অভ্যন্তরীণ কিছু নথি ফাঁস করেছেন সাংবাদিকেরা। এতে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমটি কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের ‘শ্যাডোব্যান’ করে দিত। অর্থাৎ একজন ব্যবহারকারী জানতই না যে তাকে ব্যান করা হয়েছে, অথচ শ্যাডো ব্যানে থাকা তার পোস্ট অন্যান্য ব্যবহারকারীর কাছে পৌঁছাত না কিংবা পৌঁছানোটা সীমিত করা হতো।
সাংবাদিক ম্যাট তাইবি, বারি ওয়েইসের মাধ্যমে প্রকাশিত নথিতে, এই অক্টোবরে মাস্কের ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে অধিগ্রহণের পরে বেশ কয়েকটি বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এসেছে। এবার তারা ‘টুইটার ফাইলস’ নামে এসব নথির দ্বিতীয় কিস্তিতে এই শ্যাডোব্যানের কথা বলা হয়েছে।
আর তাই শ্যাডোব্যানের সমাধানের প্রতিশ্রুতি দিলেন মাস্ক।
সংবাদটি পঠিত হয়েছে: ২২০ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।