গুগল ক্রোমের মেমোরি সেভার

প্রকাশ: ১১:০৪ মিঃ, ডিসেম্বর ১২, ২০২২
Card image cap

বেশি ক্ষমতার র‍্যাম না থাকলে ব্রাউজার চালু থাকা অবস্থায় কম্পিউটার, ল্যাপটপ বা ফোনের গতি কমে যায়। তাই এ সমস্যা সমাধানে মেমোরি সেভার নামের নতুন সুবিধা যুক্ত হচ্ছে ক্রোম ব্রাউজারে।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

বেশি ক্ষমতার র‍্যাম না থাকলে ব্রাউজার চালু থাকা অবস্থায় কম্পিউটার, ল্যাপটপ বা ফোনের গতি কমে যায়। তাই এ সমস্যা সমাধানে মেমোরি সেভার নামের নতুন সুবিধা যুক্ত হচ্ছে ক্রোম ব্রাউজারে।

এর ফলে বর্তমানের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম র‍্যাম ব্যবহার করবে ক্রোম ব্রাউজার। বাড়বে গতি। 

গুগল জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারের সময় মেমোরি সেভার সুবিধা চালু হলে ক্রোম ব্রাউজারে চালু থাকা অব্যবহৃত ট্যাবগুলো নিষ্ক্রিয় করে রাখা হবে। ফলে কম র‍্যাম ব্যবহার হবে। নিষ্ক্রিয় করা ট্যাবগুলোতে ক্লিক করলেই শুধু সেগুলোর জন্য র‍্যাম ব্যবহার করবে ক্রোম ব্রাউজার। ফলে বর্তমানের তুলনায় ৩০ শতাংশ কম র‍্যাম ব্যবহার করেই প্রয়োজনীয় কাজ করা যাবে।

এর পাশাপাশি এনার্জি সেভার সুবিধাও চালু হচ্ছে ক্রোম ব্রাউজারে। এতে ল্যাপটপের ব্যাটারির চার্জ ২০ শতাংশের কম থাকলেও স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে থাকা বিভিন্ন অ্যানিমেশন বা ভিডিওর রেজল্যুশন কম দেখাবে। 


সংবাদটি পঠিত হয়েছে: ১১৪ বার