বাংলাদেশে পুনরায় দূতাবাস খুলবে আর্জেন্টিনা; আর্জেন্টাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তা

প্রকাশ: ০৬:৩৪ মিঃ, ডিসেম্বর ১২, ২০২২
Card image cap

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো গত শনিবার (১০ ডিসেম্বর) এক টুইট বার্তায় বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর পরিকল্পনার কথা জানান। স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরো।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উৎসাহ-উদ্দীপনার খবর সারা বিশ্বেই এখন আলোচনার বিষয়। ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আর্জেন্টাইন মিডিয়া, সবখানেই এখন বাংলাদেশের নাম। আর তাই বাংলাদেশকে সেই অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে টুইট করেছে আর্জেন্টিনার ফুটবলের অফিশিয়াল টুইটার আইডি। এছাড়া আর্জেন্টাইন সাংবাদিক আন্দ্রেস ইয়োসেন বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস দেখে মুগ্ধ হয়ে প্রতিশ্রুতি দিয়েছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বাংলাদেশে আসবেন তিনি। টুইটে দুদেশের মধ্যে এ ভালোবাসা চলছেই। এরই মধ্যে নতুন বার্তা দিলে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।

পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো গত শনিবার (১০ ডিসেম্বর) এক টুইট বার্তায় বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর পরিকল্পনার কথা জানান।

স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরো।

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে দূতাবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে দূতাবাস এবং কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। বিশেষত, বাণিজ্যিক দিক থেকে, যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে।

এর আগে ১৯৭৮ সালে বাংলাদেশে দূতাবাস বন্ধ করে আর্জেন্টিনা।

যদিও দিয়াগো ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার ভক্ত বাংলাদেশে বেশি। কিন্তু তখন  এই ভালোবাসা পৌঁছায়নি দেশটির কাছে। বর্তমানে  ডিজিটাল সোশ্যাল মিডিয়ার যুগে এসে আজ প্রকাশ পেলো সেই উল্লাস। 

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দারুণ পারফরম্যান্সে আবারও প্রাণ ফিরে পায় বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। পোল্যান্ডের বিপক্ষে সেটা যেন বাঁধভাঙা উল্লাসে পরিণত হয়। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আর্জেন্টাইন সমর্থকরা বড় পর্দায় খেলা দেখার আয়োজন করছে। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

সেই অনির্বচনীয় ও অকৃত্রিম ভালোবাসার প্রতিদান দিয়ে এবার ‘Seleccion Argentina’ নামক আর্জেন্টিনার ফুটবলের অফিশিয়াল টুইটার আইডি বাংলাদশকে ধন্যবাদ জানিয়েছে।

সেখানে লেখা হয়েছে- ‘ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য। তারাও আমাদের মত পাগল সমর্থক’।

আর সে থেকেই আর্জেন্টিনার ফুটবল পেজের এ টুইট বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের একতাবদ্ধ করছে।  

সংবাদটি পঠিত হয়েছে: ৮২ বার