আইফোনের স্বয়ংক্রিয় মেসেজে বাঁচলো প্রাণ

প্রকাশ: ০২:১১ মিঃ, ডিসেম্বর ১৯, ২০২২
Card image cap

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাহাড়ঘেরা অ্যাঞ্জেলস ফরেস্ট হাইওয়েতে চলার সময় প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি। আরোহীদের কাছে থাকা আইফোন ক্র্যাশ ডিটেকশন ব্যবহার করে স্থানীয় উদ্ধারকারী দলকে জরুরি বিপদবার্তা পাঠানো হয়। হেলিকপ্টারের মাধ্যমে অল্প সময়ের ভিতর গাড়ির দুই আরোহীকে হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী সংস্থা।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাহাড়ঘেরা অ্যাঞ্জেলস ফরেস্ট হাইওয়েতে চলার সময় প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি। আরোহীদের কাছে থাকা আইফোন ক্র্যাশ ডিটেকশন ব্যবহার করে স্থানীয় উদ্ধারকারী দলকে জরুরি বিপদবার্তা পাঠানো হয়। হেলিকপ্টারের মাধ্যমে অল্প সময়ের ভিতর গাড়ির দুই আরোহীকে হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী সংস্থা।

এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বরফাচ্ছন্ন এক প্রত্যন্ত স্থানে আটকে পড়া এক ব্যক্তি নিজের আইফোন থেকে জরুরি বিপদবার্তা পাঠিয়ে জীবন বাঁচান।

আইফোনের ক্র্যাশ ডিটেকশন হলো স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহভিত্তিক এসওএস সুবিধা কাজে লাগিয়ে স্থানীয় উদ্ধারকারী দলকে জরুরি বিপদবার্তা পাঠানো। ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠানো যায়। 

আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের আইফোনে বিনা মূল্যে এ সুবিধা ব্যবহার করা সম্ভব। প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হলেও বর্তমানে কানাডা, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের নির্দিষ্ট অঞ্চলে আইফোনের স্যাটেলাইটভিত্তিক এসওএস সুবিধা ব্যবহার করা যায়। সূত্র: ইন্ডিয়া টাইমস ডটকম। 

সংবাদটি পঠিত হয়েছে: ৬৭ বার

সম্পর্কিত পোস্ট