ডেল ল্যাপটপ কিনলেই মাইক্রোল্যাব স্পীকার ফ্রি!
প্রকাশ: ০৩:৪৯ মিঃ, অক্টোবর ১৪, ২০১৮
প্রয়োজনীয় কাজ করার জন্য চাই ল্যাপটপ আর সেই কাজের পাশাপাশি ইউজারেদর বিনোদন বাড়িয়ে দিতে ডেল ব্লাস্ট অফার ঘোষনা দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। ডেল ব্লাস্ট অফারে প্রতিটি কোর আই থ্রি, কোর আই ফাইভ এবং কোর আই সেভেন ল্যাপটপ কিনলেই পাচ্ছেন মাইক্রোল্যাব এর আকর্ষনীয় ২:১ স্পীকার। এছাড়াও প্রতিটি ডেল সেলেরন ও পেন্টিয়াম ল্যাপটপ কিনলেই উপহার হিসেবে থাকছে আকর্ষনীয় টি-শার্ট। অফারটি বুঝে পেতে নিকটস্থ স্মার্ট পার্টনার সাথে যোগাযোগ করতে হবে। অফারটি স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। যোগাযোগ: ০১৭৭৭৭৩৪১৬৫।
সংবাদটি পঠিত হয়েছে: ৩৮২৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।