কার্ডে বিদেশি মুদ্রায় লেনদেন বেড়েছে ১৬১ শতাংশ
প্রকাশঃ ০৯:৪৩ মিঃ, ডিসেম্বর ২২, ২০২২.jpg)
চলতি ২০২২ সালের অক্টোবর মাসে ব্যাংক কার্ডের মাধ্যমে ৬০৫ কোটি টাকা সমমানের বিদেশি মুদ্রার লেনদেন হয়েছে। ২০২১ সালের একই সময়ের (অক্টোবর) তুলনায় যা ১৬১ দশমিক ৪৫ শতাংশ বেশি
দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ব্যাংক কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রার লেনদেন। এক বছরের ব্যবধানে ব্যাংক কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রায় দেনলেন বেড়েছে ১৬১ দশমিক ৪৫ শতাংশ।
এমন তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ সালের অক্টোবর মাসে ব্যাংক কার্ডের মাধ্যমে ৬০৫ কোটি টাকা সমমানের বিদেশি মুদ্রার লেনদেন হয়েছে। ২০২১ সালের একই সময়ের (অক্টোবর) তুলনায় যা ১৬১ দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০২১ সালের অক্টোবরে কার্ডে বিদেশি মুদ্রায় লেনদেন হয় ২৩১ কোটি ৪০ লাখ টাকার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি মুদ্রায় কার্ডে লেনদেন বেড়েছে ৩৭৩ কোটি ৬০ লাখ টাকা।
এদিকে, চলতি বছরের অক্টোবরে কার্ডে দেশি মুদ্রায় লেনদেনের পরিমাণ প্রায় ৩৭ হাজার ৫৩০ কোটি ২০ লাখ টাকা। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১২ হাজার ২৬০ কোটি ৪০ লাখ টাকা বেশি। আলোচ্য সময়ে দেশি ও বিদেশি মুদ্রায় কার্ডে মোট লেনদেন হয়েছে ৩৮ হাজার ১৩৫ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ে (অক্টোবর) যা ছিল ২৫ হাজার ৫০১ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবর মাসে ব্যাংক কার্ডে লেনদেন বেড়েছে ৪৯ দশমিক ৫৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৭৯৮টিতে দাঁড়িয়েছে। দেশে লেনদেনের সিংহভাগই হয় ডেবিট কার্ডের মাধ্যমে। এসব কার্ডের মধ্যে ডেবিট কার্ড ২ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৭৫৮টি। এছাড়াও ক্রেডিট কার্ড ২০ লাখ ৬৮ হাজার ৫৯৭টি এবং প্রিপেইড কার্ড রয়েছে ৩১ লাখ ৯৮ হাজার ৪৪৩টি।
চলতি বছরের অক্টোবর মাসে ডেবিট কার্ডের মাধ্যমে মোট ৩৫ হাজার ২৫৩ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময়ে ক্রেডিট কার্ডে দুই হাজার ৪৫৮ কোটি ২০ লাখ টাকা এবং প্রি-পেইড কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৪০ লাখ টাকা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৬৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে